/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/tolly.jpg)
Tollywood industry picnic: কারা কারা এলেন পিকনিকে?
টলিপাড়ার পিকনিক জমে ক্ষীর। ঠিক যখন শীত জাঁকিয়ে পড়েছে তখনই ইন্ডাস্ট্রির বেশিরভাগ সামিল হলেন পিকনিকে। কে সেই সেখানে। রাজ-শুভশ্রী থেকে পরমব্রত-অনির্বাণ, অনেকেই।
কাজ থেকে একটু ছুটি, আর অনেকটা আনন্দ। তারকা বলে কি পিকনিক করবেন না। সুন্দর খোশমেজাজে রবিবার পিকনিক করলেন তাঁরা। আর, সকলের পোশাক দেখে এটুকু বোঝা যাচ্ছে পিকনিকের থিম ছিল সাদা কালো। সকাল থেকেই রাজ-শুভশ্রী ( Raj-Subhashree ), শ্রাবন্তী, ঐন্দ্রিলা S ( Srabanti Chatterjee- Oindrila Sen ) এমনকি পাওলি দাম, পরমব্রত ( Parambrata Chatterjee ) সকলেই গিয়েছিলেন পিকনিকে। দেখা মিলেছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, ইশা সাহাদের।
যদিও, এই পিকনিকে দেখা যায়নি সৃজিত কিংবা অনুপম অথবা আবির-স্বস্তিকাদের। পিকনিকের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই অনেকে বলেছেন এটা কিসের টলিউডের পিকনিক? দেব নেই, জিৎ নেই, এমনকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নেই। তবে, খামতি ছিল না পিকনিকে। অনুপম না থাকলে কী হবে, গানের আসর মাতিয়ে দিলেন অনির্বাণ এবং পরম।
আরও পড়ুন - Jeetu Kamal: ‘ভেবে দেখুন কী করবেন…’, অতীত-প্রাক্তন নবনীতার মায়া ছেড়ে বেরোতেই পারছেন না জিতু!
অনির্বাণ এবং পরমের যুগলবন্দী নজর কাড়ার মত। 'কিচ্ছু চাই নি আমি'... গান গাইলেন দুজনে। সঙ্গ দিলেন অনেকেই। আবার, ইশা সাহা পিকনিকে গিয়ে উল্টে শুয়েই পড়লেন। যদিও দেব না থাকলেও তাঁর পরিচালক অভিজিৎ সেন ছিলেন এই মোচ্ছবে। কৌশিক গাঙ্গুলি ছিলেন। উল্লাস আর উচ্ছাসে গোটা দিন কেটেছে টলিউডের। সকাল সকাল পিকনিক শুরু হল শুভশ্রী ঐন্দ্রিলাদের ফিল্ড ওয়াক দিয়ে।
নদীর ধারে, মনোরম পরিবেশে একযোগে শীতের আমেজ কাটানোর আনন্দই আলাদা। যদিও, অনেকেই উপস্থিত নেই তাও মজা যে দারুণ হয়েছে একথা বলাই যায়।