/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/anirban.jpg)
অনির্বাণ ভট্টাচার্যকে আক্রমণ টলিউড প্রযোজকের
এমনিতেই বাংলা সিনেমার লক্ষ্মী আয়ে 'ভাঁড়ে মা ভবানী'! উপরন্তু ইন্ডাস্ট্রির অন্দরে বাক-বিতণ্ডা, 'চিমটি কাটা'র অন্ত নেই। সিনেমা ব্যবসা করুক বা না করুক.. কটাক্ষ, সমালোচনা বহাল তবিয়তে। এবার কটুক্তির শিকার হতে হল অনির্বাণ ভট্টাচার্যকে।
অভিনেতা এখন পরিচালকও। প্রথম ২টো কাজেই পরিচালক হিসেবে তিনি যে টলিপাড়ার জাঁদরেল পরিচালকদের সঙ্গে টেক্কা দিয়েছেন, তা দর্শকদের রায় দেখলেই বোঝা যাবে। তবে আপাতত ২ বছরের জন্য পরিচালনার কাজ থেকে বিরতি নিয়েছেন প্রথম প্রেমের কাছে ফেরার জন্য। সদ্য মুক্তি পেয়েছে অনির্বাণ অভিনীত সিনেমা 'মিথ্যে প্রেমের গান'। আর সেই সিনেমার আয় নিয়েই টলিপাড়ার প্রযোজকের কাছ থেকে খোঁটা শুনতে হল অভিনেতাকে।
কোনওরকম রেয়াত না করেই অনির্বাণকে 'গরীবের আলপাচিনো' বলে তকমা সাঁটলেন রানা সরকার। এখানেই অবশ্য থামেননি তিনি! প্রযোজকের কটুক্তি, "নতুন সিনেমা রিলিজের প্রথম ২ দিনে ১ লক্ষ টাকাও বিক্রি নেই বক্সঅফিসে। শাহরুখ খান ফিরবে বলেছিলো, কিন্তু খোকা নিজেই ভ্যানিশ হয়ে যাবে কে জানতো? তবুও আঁতলামো চলবে, নিজের একক অভিনীত ছবি দ্বিতীয় সপ্তাহে টানার ক্ষমতা নেই কোনওদিনই, তবুও মুখোশ পরা ডায়লগবাজি।"
পাশাপাশি লাগাতার ওয়েব প্ল্যাটফর্মে অনির্বাণ ভট্টাচার্যের কাজ নিয়েও কটাক্ষ করেন রানা সরকার। বলেন, "বন্যরা বনে সুন্দর,কিছু স্টার ওটিটি-ক্রোড়ে।" "ছেলেটা আদ্যন্ত একটি ধান্দাবাজ , সেই কারণে ওর প্রতিভার অপচয় হচ্ছে শিল্প হচ্ছে না..", "এক প্রযোজনা সংস্থার কাছ থেকে মাসে ১০ লক্ষ টাকা পায়, তার আবার স্ট্রাগল! বাদল সরকারের স্ক্রিপ্ট বা বিদেশি কন্টেন্ট ঝাড়া ছাড়া আর কিছু আছে? ঋত্বিক, পরমব্রত, যিশুরা একশো গোল দিতে পারে.." অনির্বাণকে নিয়ে এমন কথাও প্রকাশ্যেই বললেন রানা সরকার। স্বাভাবিকভাবেই প্রযোজকের এমন পোস্ট দেখে চটে লাল অনির্বাণ-অনুরাগীরা। তাঁকে একহাত নিতেও ছাড়েননি তাঁরা।
কমেন্ট বক্সে যেন ঝড় বয়ে গিয়েছে! তবে পাল্টা তাঁদের উত্তরও দিলেন প্রযোজক। সদ্য রানার প্রযোজিত 'মানবজমিন' বক্সঅফিসে খুব একটা চলেনি। সেপ্রসঙ্গ তুলে জনৈক খোঁটা দিয়ে লিখেছেন- "আপনার সিনেমা 'মানবজমিন' চলল না, সে বিষয়ে অনির্বাণ কোনও পোস্ট করল না। আর আপনি ওর এত্ত খবর রাখে। অনির্বাণদার এক্ষুণি উচিত আপনাকে এক বালতি সমবেদনা উপহার দেওয়া।" যার জবাবে প্রযোজক রানা সরকার লেখেন- "সেই অনুভব থাকা সম্ভব নয়, আর আমার চাইও না। আপাতত ওড়া বন্ধ করে উপলদ্ধি করুক নিজের দম কতটা আর টাকা ও কমফোর্টের লোভ ছেড়ে নিজের প্রতিভার অপচয় বন্ধ করুক।"
<আরও পড়ুন: ‘টলিউডের বাদশা’! জিৎ-প্রসেনজিৎকে টেক্কা দিয়ে নয়া রেকর্ড গড়লেন দেব>
প্রসঙ্গত, বিস্ফোরক এবং বিতর্কিত কথা বলায় রানা সরকারের জুড়ি মেলা ভার! মাঝেমধ্যেই থেকে থেকে কারণে-অকারণে কখনও সোহম, কখনও রাহুলদের আক্রমণ করেছেন। এবার অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে কটাক্ষবাণ ছুঁড়লেন। যদিও অভিনেতা-পরিচালক এসব বিষয়ে কোনও কথা বলেননি।