শেষ কিছুদিন ধরে বিভিন্ন প্রযোজনা সংস্থার নামে নানা অভিযোগ আসছে। বিশেষ করে, গতকাল অভিনেত্রী মৌমিতা পন্ডিত SVF এর নাম ভাঙিয়ে এক প্রতারকের কথা জানিয়েছিলেন প্রকাশ্যেই। যার নাম সিদ্ধার্থ, এবং যে চরিত্র অফার করার বা গল্প ন্যারেট করার নামে টাকা চেয়ে মানুষকে অস্বস্তিতে ফেলছেন।
মৌমিতার সঙ্গেও যে এমন ঘটেছিল, একথা প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি। মামলা দায়ের করেছিলেন সমাজ মাধ্যমে। সেই প্রতারক যিনি শুধু অভিনেতাদের রোল অফার করেন না, বরং তাঁদের ফেডারেশনের কার্ড করিয়ে দেবেন এমন কোথাও বলেন। বিশেষ SVF এর নাম করেই এসব ঘটনা বেশি ঘটছে। তাই তো প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে একটি বিজ্ঞপ্তি।
মৌমিতার অভিযোগের কথা শুনেই নড়েচড়ে বসেন তাঁরা। এর আগেও এমন অভিযোগ কানে এসেছে তাঁদের। Svf এর কর্ণধার শ্রীকান্ত মোহতার নামে ফেসবুক একাউন্ট খুলে দেই সব জালিয়াতি চলছে। এবার তাঁরা নিজেদের বিজ্ঞপ্তিতে জানিয়েছেন...
আমাদের নজরে এসেছে যে কিছু অজানা ব্যক্তি নিজেদের SVF এটা প্রতিনিধি বলে দাবি করছেন। তাঁরা আমাদের ব্র্যান্ডের নাম ব্যবহার করে এবং আমাদের প্রতিনিধি বলে, নিজেদের দাবি করে মানুষের সঙ্গে যোগাযোগ চালাচ্ছে। মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। অর্থের বিনিময়ে ভবিষ্যতের প্রজেক্টে কাজ দেবে বলে দাবি করছে।
অনুগ্রহ করে নজর রাখুন, SVF এর কোনও প্রতিনিধি কোনোদিন কাস্টিং বা অডিশনের বিনিময়ে অর্থ বা অনুগ্রহ দাবি করেন না। এমন কোনও মেসেজ বা কল বা ইমেলের মাধ্যমে যারা অর্থ চাইছেন তা প্রতারণামূলক। SVF এর কোনও সদস্য, নেতৃত্ব দলের প্রতিনিধি অথবা SVF এর কর্মচারী , এই ধরনের প্রতারণামূলক যোগাযোগের ফলে সৃষ্ট কোনও ক্ষতির জন্য যেন দায়ী না হয়।
এখানেই শেষ না। তাঁরা বাকিদের সতর্ক করলেন। যেন কেউ ফাঁদে পা না দেয়, এই নিয়ে তারা বললেন, "সুতরাং আমরা জনসাধারণকে অনুরোধ করছি যে এই ধরনের বার্তা প্রেরকদের সঙ্গে আলোচনা করার আগে সতর্কতা অবলম্বন করুন। যদি আপনার সঙ্গে আমাদের এমন কোনও প্রতিনিধি বা কর্মচারীর যোগাযোগ হয়, তাহলে অবিলম্বে সেই নাম্বার আমাদের দিন।