গতকাল রাতেই এল সেই বিশেষ ঘোষণা। অবশেষে নানা আলোচনার পর জানানো হল আজ থেকেই শুরু হবে শুটিং। সোমবার এবং মঙ্গলবার যে স্টুডিওতে তালা ঝুলেছিল, সেখানেই ফের শুরু হল শুটিং।
Advertisment
একের পর এক স্টুডিওতে সকাল হতেই শোনা গেল লাইটস ক্যামেরা এবং একশন। ভারতলক্ষী থেকে ইন্দ্রপুরী সর্বত্রই এক চিত্র। এমনকি নন ফিকশন পর্যন্ত আজ থেকে শুরু হয়েছে শুটিং। যেখানে, দেখা গিয়েছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় বাবলি ছবির প্রমোশন শুরু করেছেন।
কিছুদিন ধরেই টেকনিশিয়ান বনাম পরিচালকদের মধ্যে যে বিতর্ক শুরু হয়েছিল তাতে আতঙ্কে পরে যায় গোটা বিনোদন ইন্ডাস্ট্রি। রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে যে অশান্তি শুরু হয়েছিল, সেটি পরিচালক সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে। একজন পরিচালককে বহিষ্কার করা যায় না সেটাই জানিয়ে দেন তারা। আর গতকাল এমনটাই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেও। তিনি মিটমাট করতে যে মধ্যস্থতা করেছেন এমনটাই দেখা গিয়েছে।
এমনকি, দেব নিজেই জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীর কড়া আদেশ পরিচালক কেন, কোনও টেকনিশিয়ান কাউকে ব্যান করা যাবে না। পরিচালকরা সোমবার থেকে জানিয়েছিলেন তাঁরা সিদ্ধান্তে আসতে চান। কোনভাবেই চান না, শুটিং বন্ধ থাকুক। আর আজ সকাল থেকেই দেখা গেল সেরকম দৃশ্য।
যদিও, কানাঘুষো শোনা গিয়েছিল নিয়ম ভেঙে মালা বদল থেকে শুভ বিবাহ এই দুটি সিরিয়ালের শুটিং হয়েছিল সোমবার সকালে। কিন্তু, গতকাল যখন নিরপেক্ষ দলের প্রসঙ্গ ওঠে তখন কিন্তু আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয় তৃতীয় দলে, যখন দলীয় সংগঠন ঠিক করাই হল তখন আর্টিস্ট ফোরামের কাউকে কেন সেখানে রাখা হল না?
এমনকি আর্টিস্ট ফোরামের সদস্য দিগন্ত জানান, সিনেমার কথা চিন্তা করে পরিচালকরা এক হল। কিন্তু, ক্ষতিগ্রস্থ হল সিরিয়াল। বেশিরভাগ আর্টিস্টরা দিন আনি দিন খাই, তাদের কথা কেউ ভাবল না? সবথেকে বেশি টেকনিশিয়ানরা স্টুডিওতে, টেলিভিশনের জন্যই কাজ করে, এগুলো ভাবা উচিত।