টেকনিশিয়ান বনাম পরিচালক - টলিপাড়ার অন্দরে এখন একটাই রব। দুই গিল্ডের সদস্যদের মধ্যে নানা বিষয় নিয়ে বাকবিতণ্ডা। শুধু তাই নয়, সোমবারই ফেডারেশনের স্বরূপ বিশ্বাস জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে, 'আমরা প্রতিদিন যা সহ্য করি, সেটা বলতে শুরু করলে বাড়ির গল্প বাইরে চলে আসবে। তাতে সবার অপমান হবে।'
Advertisment
একদিকে, যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, 'এটা সংঘাতের জায়গা নয়। টেকনিশিয়ানরা আমাদের ভাই, আমরা একটা পরিবার।' দেব অন্যদিকে জানিয়েছেন, 'সারা বিশ্বের এত যুদ্ধ আলোচনার মধ্যে দিয়ে মিটল, এখানেও আলোচনা প্রয়োজন।' কিন্তু টেকনিশিয়ান প্রত্যেকে বেশ সরব। রাহুল মুখোপাধ্যায়কে তাঁরা পরিচালক হিসেবে মানতে নারাজ।
কিন্তু, মধ্যস্থতার হাত বাড়িয়েছেন আর্টিস্ট ফোরাম। তাঁরা এর আগেও প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলেন। এবার তাঁরা জানালেন...
"আপনারা জ্ঞাত আছেন যে সকাল থেকে বাংলা ফিল্ম, সিরিয়াল, OTT এর শুটিং বন্ধ আছে। এটি একটি অনভিপ্রেত পরিস্থিতি। আমরা আগেও জানিয়েছি কোন অবস্থায় শুটিং ব্যাহত হোক আমরা চাই না। উক্ত সমস্যার সমাধান মুখোমুখি আলোচনার টেবিলে হোক। আজ শুটিং বন্ধ থাকার কারণে আমাদের সদস্যরা সম্পূর্ণ রোজগারহীন রইলেন। মনে রাখা দরকার, আমাদের সদস্যরা দিন আনি দিন খাই ভিত্তিতে জীবনযাপন করেন। আজকের পৃথিবীতে শুটিং বন্ধ থাকা এক বিরাট আর্থিক অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি করছে। আমরা সদস্যদের এই সমস্যার সমব্যথী এবং তাদের স্বার্থে অবিলম্বে শুটিং চালু করার দাবি জানাচ্ছি।"
তাঁরা আরও বললেন, "আমরা মনে করি প্রযোজক পরিচালক শিল্পী, বা এই জগতের সঙ্গে জড়িত কর্মীদের মধ্যে যাই সমস্যা হোক না কেন, এই মুহূর্তে শুটিং বন্ধ করা কোন সমাধান হতে পারে না। সকলের কাছে পুনরায় আবেদন, আপনারা আলোচনায় বসুন, সমাধান করুন। প্রয়োজনে আমরা মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে প্রস্তুত। কিন্তু দেরি না করে, একে অপরের বিরুদ্ধে বিবাদে না জড়িয়ে, আসুন সকলে মিলে সমাধানের ব্রতি হই।"
শুটিং বন্ধ মানেই রুজি রুটির অভাব। সোমবার সকালে, পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী জানিয়েছিলেন, টলিউড ইন্ডাস্ট্রি এখন অনেক সংকুচিত। এখানে বিনিয়োগ কমে গিয়েছে। কিন্তু, একদিকে যখন ইন্ডাস্ট্রি অচল, অন্যদিকে বাংলার বুকেই হিন্দি সিরিয়ালের শুটিং হল জোরকদমে।