Tollywood Singer: স্কুলে আগুন লাগাতে গিয়ে কারেন্ট খেয়ে অজ্ঞান! ভয়ঙ্কর কান্ড ঘটান জনপ্রিয় গায়ক

Tollywood news: ছোট থেকেই তাঁর মধ্যে অদ্ভুত কান্ডকীর্তি ঘটানোর মত অভিপ্রায় ছিল। এই এই শিল্পী ছোটবেলায় যে কি সাংঘাতিক ছিলেন, সে কথা না শুনলে বিশ্বাস হবে না।

Tollywood news: ছোট থেকেই তাঁর মধ্যে অদ্ভুত কান্ডকীর্তি ঘটানোর মত অভিপ্রায় ছিল। এই এই শিল্পী ছোটবেলায় যে কি সাংঘাতিক ছিলেন, সে কথা না শুনলে বিশ্বাস হবে না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
nachiketa

যা করেছিলেন নচিকেতা...

Tollywood Singer:  একসময় জীবনমুখী গানের কান্ডারী ছিলেন তিনি। নচিকেতা চক্রবর্তী কলকাতা শহর এবং গ্রাম সংলগ্ন এলাকায়, এমন কিছু গান উপহার দিয়েছিলেন বাংলা শ্রোতাদের, যা আজও মানুষ মনে করেন। শুধু তাই নয়, প্রত্যেকটা অক্ষর যেন বাস্তবে মানুষের জীবনের সঙ্গে মিলে যেত। নচিকেতা চক্রবর্তীর গানের মতো কান্ডকীর্তি ছিল সাংঘাতিক। একসময় ছাত্রজীবনে রাজনীতি করতেন তিনি। কিন্তু...

Advertisment

ছোট থেকেই তাঁর মধ্যে অদ্ভুত কান্ডকীর্তি ঘটানোর মত অভিপ্রায় ছিল। এই এই শিল্পী ছোটবেলায় যে কি সাংঘাতিক ছিলেন, সে কথা না শুনলে বিশ্বাস হবে না। তিনি যে ভয়ংকর কাণ্ড কীর্তি করেছিলেন একবার, যে কথা নিজের মুখে স্বীকার করেছিলেন অপুর সংসারে এসে। শ্বাশ্বত চট্টোপাধ্যায়ের প্রশ্নের  এরকম সাংঘাতিক উত্তর দিয়েছিলেন তিনি। কী এমন কান্ড ঘটিয়েছিলেন তিনি?

স্কুলে আগুন লাগিয়ে দিয়েছিলেন নচিকেতা। নিজের মুখে স্বীকার করলেন সেই কথা। উদ্দীপনা চূড়ান্ত মাত্রায় পৌঁছে যাওয়ার কারণেই এমন কাণ্ড ঘটিয়েছিলেন। এমনকি নচিকেতাই বলেন, কলকাতা শহরের পরিস্থিতি দেখে তার আগুন লাগানোর ইচ্ছে হয়েছিল। বরাবরই খুব দাপুটে এবং শক্ত মনের মানুষ। তা বলে নিজের স্কুলে আগুন লাগিয়ে দেবেন এই কথা ভাবা যায়? শিল্পী কে বলতে শোনা গেল...

WAR 2 Teaser: 'ওয়েলকাম টু হেল..', 'ওয়ার ২'-র টিজারে হৃতিক বনাম NTR…

Advertisment

উদ্দীপনা থেকে আমি করেছিলাম এই কাজটা। সময়টা বলে দিচ্ছি ৭০ এর দিকে। তখন সারা কলকাতা জুড়ে আগুন জ্বলছে বাস পুড়ছে, ট্রাম পুড়ছে। ওই দৃশ্যটা দেখেছিলাম আমি। খুব থ্রিলিং মনে হয়েছিল। মনে হল আমারও, যে দেখা যাক, লাগিয়ে দি। আমার মনে হয়েছিল স্কুলটাতে লাগিয়ে দিলে কেমন হয়। এটা বলেই হাসতে শুরু করেন নচিকেতা। তার এই কথা শুনে চমকে ওঠেন শাশ্বত চট্টোপাধ্যায়। এরপরে নচিকেতা বলেন যে কিভাবে এই কান্ড তিনি সম্পন্ন করেছিলেন!

শিল্পীর কথায়, স্কুলের মিটার বক্স এ গিয়ে, আমার স্টেনলেস স্টিলের একটা টিফিন বক্স ছিল। ওটা গিয়ে মিটার বক্সে ফেলে দিয়েছিলাম। প্রথমে বুঝতে পারিনি রিয়েকশনটা হচ্ছে না কেন। এরপর যেই হাত দিয়ে দেখতে গেলাম, আমিও কারেন্ট খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। আমি অজ্ঞান হয়ে পড়ে আছি, সেখানে আগুন লেগে গেছে। পরে সবাই আসে সেখানে। যদিও আমাকে মারা হয়নি কারণ যেহেতু আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর আমার গার্জেন কল হল। বাবা মাকে ডেকে অনেক কিছু বলা হলো, কিন্তু আমার কী? আমি বললাম যা দেখেছি সেটাই করেছি।

তখন শিল্পী কেজিতে পড়তেন। হাতে গুনে কয়েক মাত্র বয়স। তিনি এরকম কান্ড ঘটাতে পারেন ওই বয়সে যেন ভাবতেও পারেননি শাশ্বত চট্টোপাধ্যায়।

Nachiketa Chakraborty tollywood tollywood news