২০১৩ সালের ৩০ মে টলিউডের অন্তরমহলে ইন্দ্রপতন। প্রয়াত জাতীয় পুরস্কার জয়ী পরিচালক ঋতুপর্ণ ঘোষ। সেই দিনকে স্মরণ করে রবিবার ফেসবুকে আবেগঘন পোস্ট করলেন প্রসেনজিৎ। এই জুটি একসময় একটার পর একটা হিট ছবি উপহার দিয়েছে বড়পর্দায়। তালিকায় চোখের বালি, খেলা, দোসর আরও অনেক।
Advertisment
সেই দিনগুলোকে স্মরণ করে এদিন ফেসবুক পোস্ট করেন টলিউডের বুম্বা দা। তিনি লেখেন, ‘৮ বছর হয়ে গেছে তোর কোনো মেসেজ নেই, বকাঝকা নেই, সাক্ষাৎ হয় না, ঝগড়া হয় না, নতুন নতুন গল্প নিয়ে আলোচনা হয় না। কিন্তু তুই আছিস - আমাদের মনে, আমাদের কথাবার্তায় তুই চির বর্তমান। এই সময়টায় তোর থাকা খুব দরকার ছিল রে। ভালো থাকিস ঋতু।‘ দেখুন সেই পোস্ট:
Advertisment
একইভাবে তাঁর মৃত্যুদিবসে শ্রদ্ধা জানান অর্পিতা চট্টোপাধ্যায়। তিনি লেখেন, ‘আজ ৮ বছর হয়ে গেল তুমি নেই...না আছো শুধু তোমার শরীরটুকু নেই ! অনেক কাজ বাকি রয়ে গেলো তোমার...সেগুলো সময় মতন কোনো এক জন্মে আবার একসাথে করা যাবে! ভালো থেকো, তোমায় সব সময় মনে পড়ে!’ এদিন টলিউডের অন্য তারকারাও নিজেদের মতো করে শ্রদ্ধা জানান এই প্রথিতযশা পরিচালককে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন