/indian-express-bangla/media/media_files/2025/09/10/cats-2025-09-10-16-36-02.jpg)
বাবা হলেন টলিউড অভিনেতা
Varun Tej Lavanya Tripathi Baby: টলিউড অর্থাৎ তেলুগু ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠী। ১০ সেপ্টেম্বর বুধের সকালে সুখবর শেয়ার করলেন তারকা দম্পতি। জীবনের নতুন জার্নি শুরু করলেন বরুণ-লাবণ্য। দুই থেকে তিন হলেন। লাবণ্যর কোল আলো করে এল ফুটফুটে রাজপুত্র। বাবা-মা হিসেবে নতুন জীবনে প্রবেশের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিলেন বরুণ-লাবণ্য। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নবজাতকের আগমনের খবরটি নিশ্চিত করেছেন। ২০২৩ সালের ১লা নভেম্বর ইতালির টাস্কানিতে রূপকথার বিয়ে সেরেছিলেন। কমেন্ট বক্সে ভক্ত এবং অনুগামীরা নতুন বাবা-মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
বরুণ তেজ এবং লাবণ্য ত্রিপাঠী ২০২৫ সালের মে মাসে প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে আনেন। দম্পতি ইনস্টাগ্রামে একটি সুন্দর পোস্ট শেয়ার করেন। সাদা-কালো আবহে লাল হৃদয়ের ইমোজিতে একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে হাতে হাত রেখে তারকা দম্পতি আগলে রয়েছে ছোট্ট জুতো। এভাবেই অভিনব কায়দায় সুখবর ভাগ করে নিয়েছিলেন বরুণ-লাবণ্য। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, 'জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। খুব শীঘ্রই আসছে।' অপেক্ষার অবসান ঘটিয়ে পরিবারে এল খুদে সদস্য।
আরও পড়ুন দেবীপক্ষের প্রাক্কালেই লক্ষ্মীর আগমন, দ্বিতীয়বার বাবা হলেন বাঙালি অভিনেতা-জুনিয়র চিকিৎসক কিঞ্জল
উপাসনা কামিনেনি কোনিডেলা, সামান্থা রুথ প্রভু, রকুল প্রীত সিং, আদিতি রাও হায়দারি, স্নেহা রেড্ডি, লক্ষ্মী মঞ্চু এবং প্রজ্ঞা জয়সওয়ালসহ আরও অনেকে নতুন বাবা-মা বরুণ-লাবণ্যকে শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা পরিবারের সন্তান বরুণ তেজ। আল্লু অর্জুন, চিরঞ্জীবী, রাম চরণ এবং পাওন কল্যাণের মতো ইন্ডাস্ট্রির তারকাদের আত্মীয়। বাবা হওয়ার পরই অভিনেতা চিরঞ্জীবী সদ্যোজাতকে কোলে নিয়ে একটি মিষ্টি পোস্ট শেয়ার করেছেন।
খুশি জাহির করে লিখেছেন, 'ছোট্ট সোনাকে এই বিশ্বে স্বাগত। কোনিডেলা পরিবারে নবজাতক পুত্রসন্তানের আগমনে আন্তরিক শুভেচ্ছা। গর্বিত বাবা-মা হওয়ার জন্য বরুন তেজ ও লাবণ্য ত্রিপাঠীকে অন্তর থেকে জানাই অভিনন্দন। পুত্রসন্তানের ভাগ্যে অফুরন্ত সুখ, আশীর্বাদ বর্ষিত হোক। সুস্বাস্থ্যের অধিকারী হোক। আপনাদের ভালবাসা ও আশীর্বাদে আমাদের সন্তান সবসময় ঘিরে থাকুক।'
আরও পড়ুন বিয়ের দু'বছর পর দুই থেকে তিন, পুত্র না কন্যা সন্তানের মা হলেন K3G খ্যাত 'পু' মালবিকা?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us