Advertisment

Toofan-Bangladesh: শাকিব নাকি ডাহা ফেল, 'দুষ্টু কোকিল' মিমির পাশের এই হিরোয় মজেছে বাংলাদেশ, নাম কী এই ভারতীয় অভিনেতার?

Toofan actor Manav Sachdeva: মানব সচদেবা, এই অভিনেতা শাকিবকে একদিন টক্কর দিতে পারেন। দুষ্টু কোকিল মিমির পাশে নেচে গেয়ে শুধু বেড়ালেন না, বরং তাঁর অভিনয় দেখে স্তম্ভিত বাংলাদেশের অনেকেই। কেউ কেউ তো প্রকাশ্যে বলেই ফেলেন, এই ছেলেটা তো শাকিবের নার্ভ শুকিয়ে দিতে পারে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Toofan Shakib Khan movies actor who sang in dustu kokil manav sachdeva tollywood news

shakib-Manav: কী বলছেন মানব?

শাকিবকে নাকি টক্কর দিচ্ছেন এই ছেলে? দুষ্টু কোকিল গানে যেই এন্ট্রি নিলেন অমনি সাইলেন্স! একসময় কাজ করেছেন ভারতে, তিনি শাকিবের মনে নাকি ভয় তুলে দিয়েছেন?

Advertisment

মানব সচদেবা, এই অভিনেতা শাকিবকে একদিন টক্কর দিতে পারেন। দুষ্টু কোকিল মিমির পাশে নেচে গেয়ে শুধু বেড়ালেন না, বরং তাঁর অভিনয় দেখে স্তম্ভিত বাংলাদেশের অনেকেই। কেউ কেউ তো প্রকাশ্যে বলেই ফেলেন, এই ছেলেটা তো শাকিবের নার্ভ শুকিয়ে দিতে পারে।

অভিনেতা এর আগে, কাজ করেছেন রিশতো কা মানঝা সিরিয়ালে। তাঁর অভিনয় আগেও স্পর্শ করেছিল ভারতের মানুষদের। কিন্তু, এবার তিনি বাংলাদেশের মন জয় করেছেন। অভিনেতা সংবাদমাধ্যমে জানিয়েছেন, হঠাৎ করেই ঘটে গিয়েছে ঘটনা। আমি তো ভাবিও নি। তিরিশ সেকেন্ডের মধ্যে ভাইরাল হয়ে গেল। আমার তো অসামান্য অভিনেতা মনে হয়েছে শাকিব খানকে। শাকিব সুপারস্টার কেন, সেটা আমি বুঝেছিলাম। উনি ফ্লোরে সেটা বজায় রাখেন। চার্ম এবং ঔরা জিনিসটা উনার মধ্যে সাংঘাতিক।

'নদীর বুকে চর, আমি কি তোর পর...' এই লাইন টুকুতে যেভাবে মানুষ মোহিত হয়ে রয়েছেন তা আর বলার ভাষা নেই। বেশিরভাগের এমন দাবি, শাকিবের সব ছবিতেই দরকার এই ভিলেনকে। অভিনেতার হয়ে গলা চড়িয়েছেন অনেকে। তাঁদের দাবি নায়ককে ছাপিয়ে গেল এই ছেলে।

উল্লেখ্য, অভিনেতা আগে সৃজিত মুখোপাধ্যায়ের শাহাজাহান রেজেন্সি এবং স্টার জলসার সাহেবের চিঠি ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছিল। অভিনেতা জানিয়েছেন, তুফানে তাঁর ভূমিকা এখনও শেষ হয়নি। পরেই দেখা যাবে সেসব...

tollywood Shakib Khan Entertainment News
Advertisment