Bengali Top 5 Serial TRP List: এসে গেল সেই রিপোর্ট কার্ড হাতে পাওয়ার দিন। আরও একটি বৃহস্পতিবার মানে দাড়িপাল্লার বিচারে টেলিভিশন ধারাবাহিকগুলির মধ্যে কার অবস্থান কোথায়। কোন ধারাবাহিক চলতি সপ্তাহে এগিয়ে গেল বা পিছেয়ে গেল কিংবা কার জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকল সবই বিচার হয় এই টিআরটি-এর রিপোর্টে। কখনও টিআরপি রেটিংয়ে একটানা বেশ কয়েক সপ্তাহ শীর্ষে থাকা ধারাবাহিকটি আচমকা দশের বাইরে ছিটকে বেরিয়ে যায়। আবার টিআরপি রেটিংয়ে একেবারে তলানিতে থাকা ধারাবাহিকটি গল্পের মোড় বদলে প্রথম পাঁচে নিজের জায়গা করে নেয়। দর্শকের বিচারে গোটা সপ্তাহ জুরে কোন ধারাবাহিক কেমন বিচার পেল তারই রিপোর্ট কার্ড হাতে আসে বৃহস্পতিবার।
নতুন ধারাবাহিকের ক্রেজ অনেক সময়ই পুরনো ধারাবাহিকের জৌলুসকে ফিকে করে দেয়। টিআরপি রেটিং খারাপ হওয়ায় পুরনো ধারাবাহিক তার দীর্ঘদিনের স্লট হারিয়ে ফেলে। এমনকী বন্ধও পর্যন্ত হয়ে যায়। দেখে নেওয়া যাক জুলাইয়ের প্রথম সপ্তাহে টিআরপি রিপোর্টে প্রথম পাঁচে কোন ধারাবাহিকগুলো জায়গা করে নিল। চলতি সপ্তাহেও স্টার জলসার ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক-এর বৃহস্পতি একেবারে তুঙ্গে। ৭.৪ পয়েন্ট সহযোগে বেঙ্গল টপার তকমা ছিনিয়ে নিল এই মেগা। দ্বিতীয় স্থানাধিকারী ফুলকি। মোট নম্বর ৭.৩। উল্লেখ্য, গত সপ্তাহেও রিপোর্ট কার্ডের নম্বরের ভিত্তিতে দ্বিতীয় স্থানে ছিল এই ধারাবাহিকটি।
আরও পড়ুন বৃহস্পতি তুঙ্গে 'পরশুরাম আজকের নায়ক'-র , TRP তালিকায় সেরা ৫-র লড়াইয়ে এগিয়ে কে?
তৃতীয় স্থান দখল করেছে জগদ্ধাত্রী। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে এল ৭.০ পয়েন্ট। গত সপ্তাহে একসঙ্গে তিনটি ধারাবাহিক তৃতীয় স্থান দখল করেছিল। সেই তালিকায় চিল পরিণীতা ও রাঙামতি তিরন্দাজ। এই সপ্তাহে রাঙামতির নম্বর কিছুটা কমেঠে। ৬.৬ পয়েন্টের সহযোগে চতুর্থ স্থানে নেমে এসেছে এই বাংলা মেগা। আর প্রথম পাঁচের শেষে অর্থাৎ পঞ্চমে ঠাঁই পেল পরিণীতা। প্রাপ্ত নম্বর ৬.৫। উল্লেখ্য, জুলাইয়ের প্রথম সপ্তাহে টপ ফাইভ থেকে ছিটকে গেল চিরসখা। বিগত বেশ কয়েক সপ্তাহ পঞ্চমে ছিল এই ধারাবাহিকটি।
আরও পড়ুন টিআরপি-তে বিরাট রদবদল, ধরাশায়ী জগদ্ধাত্রী-রাঙামতি! বেঙ্গল টপার কে?