Top 5 Bollywood Movies Based on Cities: টপ ৫টি বলিউড ছবি, যার নাম শুনলেই মনে পড়বে এই ভাললাগার শহরগুলির কথা...

Top 5 Bollywood movie: নির্দিষ্ট কিছু জায়গা নিয়ে, ছবি তৈরি হয়েছে। এবং সেগুলি মানুষ দারুণ পছন্দ করেছেন। একঝলকে দেখে নেওয়া যাক, ভারতের বিভিন্ন প্রাণকেন্দ্রে গড়ে ওঠা সেসব ছবিগুলো কী কী?

Top 5 Bollywood movie: নির্দিষ্ট কিছু জায়গা নিয়ে, ছবি তৈরি হয়েছে। এবং সেগুলি মানুষ দারুণ পছন্দ করেছেন। একঝলকে দেখে নেওয়া যাক, ভারতের বিভিন্ন প্রাণকেন্দ্রে গড়ে ওঠা সেসব ছবিগুলো কী কী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
metro

একনজরে দেখে নেওয়া যাক সেসব ছবি...

 বর্তমানে শহরের গল্প খুব চর্চায়। মেট্রো ইন দিনো রিলিজ করার পর থেকে শহরকেন্দ্রিক ছবিগুলি আবারও চর্চায়। শহর এবং সেই শহরের আড়ালে থাকা গল্প প্রেম কিংবা যন্ত্রণা, সব মিলিয়ে প্রত্যেকটা শহর যেন আলাদা হয়ে ওঠে। প্রত্যেকটা শহরের অলিগলি যেমন আলাদা, তবে প্রত্যেকটা শহরের রহস্য থেকে রোমাঞ্চ এবং গল্প কিন্তু আলাদা। শহর নিয়ে বলিউডের বুকে ছবি কম হয়নি। এমন কিছু ছবি আছে, যার নাম শুনলেই লোকে বুঝতে পারবেন যে কোন শহরের কথা বলা হয়েছে।

Advertisment

নির্দিষ্ট কিছু জায়গা নিয়ে, ছবি তৈরি হয়েছে। এবং সেগুলি মানুষ দারুণ পছন্দ করেছেন। একঝলকে দেখে নেওয়া যাক, ভারতের বিভিন্ন প্রাণকেন্দ্রে গড়ে ওঠা সেসব ছবিগুলো কী কী?

১. লাইফ ইন এ মেট্রো: মুম্বাই শহরকে এই ছবির প্রত্যেকটা পাতায় পাতায় দেখানো হয়েছে। এবং মুম্বাইয়ের বুকে গড়ে ওঠা প্রত্যেকটা মানুষের ভালোবাসা, এই ছবিতে দেখানো হয়েছে। গতিশীল মুম্বাই, তাঁর সঙ্গে অগুনতি লোক এবং ও ক্রাউডেড ট্রেন থেকে শুরু করে সবকিছুই দেখানো হয়েছিল এই ছবিতে।

২. দিল্লী -৬: পুরনো দিল্লির অলিতে গলিতে নির্মিত হয়েছিল এই ছবি। এবং এই ছবিতে রাজধানীর এমন কিছু জায়গা দেখানো হয়েছিল, যার থেকে টিপিক্যাল দিল্লি ভাইব আসছিল। দিল্লী ৬ - কী গলি: এমন ফেমাস লাইন প্রসঙ্গে সকলেই জানেন। এই ছবিতে অভিনয় করেছিলেন, অভিষেক বচ্চন ও সোনম কাপুর। এই ছবির নাম শুনলেই বোঝা যায় দিল্লির কথা।

Advertisment

৩. রঞ্ঝানা: ধনুষ এবং সোনম কাপুর অভিনীত এই ছবি দেখলে বারাণসীর নানা জায়গা দেখতে পাবে সকলে। এবং এই ছবির নাম শুনলেই সকলের মনে পড়বে কাশীর নানা এলাকার কথাই। ভারতের অন্যতম সুন্দর শহরে এই ছবির শুটিং।

৪. বেঙ্গালুরু ডেস: ভারতের টেক হাবের শহরে তৈরি এই সিনেমা। তিনজন কাজিন, এবং তারা ব্যাগ গুছিয়ে ব্যাঙ্গালোরে এসে পরে। এই শহরের অবাধ্যতা এবং উল্লাসকে নিয়ে তৈরি এই ছবি। অল্প বয়সে ব্যাঙ্গালোরে থাকার নানা ঘটনা দেখানো হয়েছে এই ছবিতে।

৫. কাহানি: শহর কলকাতার ওপর নির্মিত এই ছবি। কাহানি ছবিতে দেখানো হয়েছিল, পুজোর শহরে এই শহরের হাজারো আলোর মাঝে অনেকটা অন্ধকার। মা দুর্গা যখন আসেন, তখন তিনি সমস্ত অসুরকে বধ করে নিয়ে যান। আলো ছড়িয়ে যান। কলকাতার অলিগলি থেকে রেলপথ, বা পাতালরেল - সবটাই দেখানো হয়েছিল।

bollywood movie