/indian-express-bangla/media/media_files/2025/10/28/cats-2025-10-28-18-38-34.jpg)
সেরা ৫
Arjunn Dutta Health Update: হাসপাতালেই কেটেছে দীপাবলি, শিরদাঁড়ায় অস্ত্রোপচারের পর কেমন আছেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক অর্জুন?
সাত দিন পর ঘরের ছেলে ঘরে ফিরেছে। বাড়ি ফেরার পর মুখ আড়ালে রেখে একগুচ্ছ ছবি পোস্ট করে কী বার্তা পরিচালকের? উচ্ছ্বাসিত অর্জুন লিখেছেন, 'এক সপ্তাহ হাসপাতালে থাকার পর অবশেষে ঘরে ফিরলাম। চেয়ারে বসে সহকারীর সাহায্যে সাত দিন পর স্নান করলাম। আহা, স্বর্গীয় অনুভূতি। চুলেরও কিছুটা যত্ন নেওয়া হল। অনেকদিন পর শ্যাম্পু আর কন্ডিশনারে ধুলাম, সে এক দারুণ সুখের মুহূর্ত। যেহেতু আমি এখন একরকম 'গৃহবন্দি' তাই আমার সহকারী চুলের তিন রকম স্টাইল ট্রাই করে ফেলল। ঘরেই যেন মিনি মেকওভার! চুল বাঁধাও এখন বিলাসিতা মনে হয়।'
Sonu Nigam: আজানের সময় গান থামালেন সোনু, তবু খালি আসন? কনসার্টে বিতর্কের ছায়া
ডাল লেকের ধারে এসকে ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (SKICC) অনুষ্ঠিত সেই অনুষ্ঠানের একটি ভিডিও, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সোনু আজানের সময় তাঁর গান মাঝপথে থামিয়ে বলেন, "দয়া করে আমাকে দুই মিনিট দিন, আজান শুরু হতে চলেছে।" তাঁর এই বক্তব্যের পর দর্শকরা উচ্ছ্বাস ও করতালির মাধ্যমে সমর্থন জানান। আজান শেষ হওয়ার পর সোনু আবার তাঁর গান শুরু করেন।
Ankush Hazra-Zubeen: ভক্তদের চমকে দিলেন, জুবিনের গানে শ্রদ্ধা জানিয়ে আলোচনায় অঙ্কুশ
জাস্টিস ফর জুবিন হ্যাশট্যাগ বেশ ঝড় তোলে। আর এবার অঙ্কুশ তিনি জুবিনকে নিয়ে যা করলেন...খেয়াল করলে দেখা যাবে, গতকাল রায়গঞ্জে এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। পরনে কালো রঙের পোশাক, স্টেজে উঠেই যা শুরু করলেন... তাঁকে দেখেই ভক্তদের উন্মাদনার শেষ নেই। অঙ্কুশ মাইক ধরে গাইতে শুরু করলেন। তাঁর মনে তখন জুবিনের গলায় গাওয়া সেই গান ভাসছে। অঙ্কুশ তাঁর ছবির গান দিয়েই শুরু করলেন। 'কী দিয়া বানাইসে তোরে ভগবান' - এই গান গেয়েই মাতালেন তিনি। অঙ্কুশ যখন স্টেজে গাইছেন, তখন চারপাশে মানুষ ভর্তি। অঙ্কুশ যে এত ভাল গান গাইতে পারেন, কেউ জানতেই পারতেন না।
Satish Shah wife-Sonu Nigam: গানে গানে সতীশ স্মরণ, সোনুর সঙ্গে ‘তেরে মেরে সপনে’ গাইলেন স্ত্রী মধু! ভাইরাল আবেগঘন মুহূর্ত
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আবেগপ্রবণ একটি মুহূর্ত। যেখানে দেখা যাচ্ছে, প্রয়াত অভিনেতা সতীশ শাহর স্ত্রীকে সকলে হাত ধরে সভাগৃহে নিয়ে আসছেন। স্বামীর প্রয়াণে চোখ-মুখ একেবারে ফ্যাকাসে। প্রার্থনা সভায় গায়ক সোনু নিগমের সঙ্গে মৃদুস্বরে কণ্ঠ মেলালেন মধু শাহ। মহাম্মদ রফির অমর গান ‘তেরে মেরে সপনে’ গেয়ে মন ছুঁয়ে যাওয়া শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সোনু। মধু শাহর মুখের সামনে মাইক ধরলে তিনি দু-এক কলি গেয়েছেন যা দেখে চোখে জল নেটনাগরিকদের।
Koushani Mukherjee: 'এসব শুনে শুনে এখন চামড়া মোটা হয়ে গিয়েছে', কেন এমন তীর্যক মন্তব্য টলি ক্যুইন কৌশানীর?
দীর্ঘ ২০ বছর বছর ট্রেনে চড়লেন। এরপরই টলি ক্যুইনের দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। মন্তব্য বক্সে জমা পড়েছে ব্যাঙ্গাত্মক বেশ কিছু প্রশ্ন। ট্রেন জার্নি নিয়ে ট্রোলের কোনও জবাব দিতে নারাজ কৌশানী। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অভিনেত্রীর সাফ জবাব, 'আসলে পাবলিক ফিগার হলেই এই ধরনের ঘটনা ঘটে। নামের সঙ্গে সেলিব্রিটি যোগ থাকলেই ট্রোল করতে মানুষ একেবারে ব্যস্ত হয়ে পড়ে। মনে হয়, কয়েকটা খারাপ কথা না বললে ভাত হজম হবে না। আমি এগুলো নিয়ে একদম ভাবিত নই। এগুলো হয় এবং আগামীদিনেও হবে সেই বিষয়ে এখন আমি নিশ্চিত। এগুলো শুনতে শুনতে গায়ের চামড়া মোটা হয়ে গিয়েছে। এখন আর কিছু মনে হয় না, ধাতস্থ হয়ে গিয়েছি।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us