/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/monsoon-cover.jpg)
বেশ কিছুদিন ধরেই আকাশের মুখ ভার। মাঝেমধ্যেই ঝেঁপে বৃষ্টি আসছে। সব মিলিয়ে শহরে একেবারে ভরা বর্ষা। দীর্ঘ লকডাউনের পর বহু অফিস খুলে গেছে। আবার অনেক অফিসে চলছে ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ কিনা বাড়ি বসে কাজ। তা কাজ করতে করতে মন তো জানলা দিয়ে খানিক উড়বেই। ঘনিয়ে আসা গাঢ় মেঘ দেখে মনে মনে চেনা গানটার সুর ভাঁজবেন আপনি। আর সবচেয়ে মজার ব্যাপার, আকাশের মুখ একটু ভার হয়েছে কী হয়নি, আপনার মনে কিন্তু আসবে বৃষ্টির গানই।
বৃষ্টির ওপর চিত্রায়িত বেশ কিছু কালজয়ী গান আছে হিন্দিতে। একবার দেখে নেওয়া যাক বাছাই করা কিছু বৃষ্টি গানের তালিকা।
আরও পড়ুন, ‘যেখানেই থাকো, সবসময় খুশি থেকো’, সুশান্তকে নিয়ে পোস্ট দিদি শ্বেতার
১। প্যায়ার হুয়া ইকরার হুয়া (শ্রী ৪২০); সুর: শঙ্কর-জয়কিষণ, কথা: শৈলেন্দ্র; কণ্ঠ: মান্না দে, লতা মঙ্গেশকর
২। এক লড়কি ভিগি ভাগিসি (চলতি কা নাম গাড়ি); সুর: শচীন দেববর্মণ, কথা: মজরুহ সুলতানপুরি; কণ্ঠ: কিশোর কুমার
৩। ও সজনা বরখা বাহার আয়ি (পরখ); সুর: সলিল চৌধুরী, কথা: শৈলেন্দ্র; কণ্ঠ: লতা মঙ্গেশকর
৪। আহা রিমঝিম কে ইয়ে প্যায়ারে প্যায়ারে (উসনে কহা থা); সুর: সলিল চৌধুরী, কথা: শৈলেন্দ্র; কণ্ঠ: তালাত মাহমুদ, লতা মঙ্গেশকর
এইসব বর্ষার গান কিন্তু শুধু গান হয়ে থাকে না আমাদের কাছে। হয়ে ওঠে কিছু সময়ের দলিল। ব্যক্তিগত আনন্দ, ক্ষত, সব অনুভূতি যত্নে রাখা থাকে এই সব গানের কাছে।
৫। রিম ঝিম গিরে সাওয়ান (মনজিল); সুর: রাহুল দেববর্মণ, কথা: যোগেশ; কণ্ঠ: লতা মঙ্গেশকর
৬। সাওয়ান বরষে তরসে দিল (দহেক); সুর: আনন্দ-মিলিন্দ, কথা: মজরুহ সুলতানপুরী; কণ্ঠ: হরিহরন, সাধনা সরগম
৭। যো হাল দিল কা (সরফরোশ); সুর: যতীন-ললিত, কথা: সমীর; কণ্ঠ: অলকা ইয়াগনিক, কুমার শানু
৮। ভাগে রে মন (চামেলি); সুর: সন্দেশ শাণ্ডিল্য, কথা: ইরশাদ কামিল; কণ্ঠ: সুনিধি চৌহান
৯। বরসো রে মেঘা মেঘা (গুরু); সুর: এ আর রহমান, কথা: গুলজার; কণ্ঠ: শ্রেয়া ঘোষাল
১০। ছম ছম (বাঘি); সুর: মিত ব্রাদার্স, কথা: কুমার; কণ্ঠ: মোনালি ঠাকুর, মিত ব্রাদার্স
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন