টোটা রায়চৌধুরীর বিরুদ্ধে বিভৎস অভিযোগ! অভিনেতা অক্ষয় তৃতীয়ার দিন, শেয়ার করেছেন যার পরবর্তী ছবির ক্লিপ। আর সেই নিয়েই হয়েছে বিপদ। টোটা রায়চৌধুরী যে এহেন কান্ড করতে পারেন, যেন ভাবতেই পারেন না কেউ।
অভিনেতার পরবর্তী ছবি শপথ ২। সেই ছবির প্রযোজনা সংস্থার তরফেই টোটার বিরুদ্ধে আনা হয়েছে অভিযোগ। কাউকে না জানিয়ে অভিনেতা সিনেমার এক ক্রুশিয়াল দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন,
যখন নাগরিকদের সাহায্যের প্রয়োজন হয় তখন তাঁরা পুলিশের দ্বারস্থ হন। যখন পুলিশদের সাহায্যের প্রয়োজন হয় তখন তাঁরা রণদীপ রায়ের দ্বারস্থ হন। হাঁড় ভেঙে হোক, প্রোটোকল ভেঙে হোক বা আইন ভেঙে হোক; ন্যায়বিচার সে করবেই। শুভ অক্ষয় তৃতীয়ার দিন আমার পরবর্তী ছবি, #POLICE এর এক ঝলক আপনাদের নিবেদন করলাম।
আর এরপরই বজ্রাঘাত প্রযোজক এবং পরিচালক রাজা চন্দর। পরিচালকের মাথায় হাত এঘটনার পর। তারপরেই তিনি ফেসবুকে বার্তা দিলেন। এককথায় তারা এই কান্ড তাও টোটার মত একজন মানুষের তরফে মেনে নিতে পারেননি। রাজা বললেন, "আপনারা এর মধ্যে হয়তো একটি ভিডিও দেখেছেন শপথ ২ নামে। টোটা সেই ভিডিও নিজের দায়িত্বে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। আর যে দৃশ্যটি দেখানো হয়েছে, সেটি কিন্তু সিনেমার আসল বিষয়। প্রচুর টাকা দিয়ে সেটা শুট করা হয়েছিল। এবার আমি যখন প্রযোজকদের ফোন করি তারা অবাক হয়ে যান। যথারীতি আমরাও একই অবস্থা। আমার একটাই জিজ্ঞাস্য, বাকি সব পরিচালক এবং প্রযোজকদের কাছে, যে এটা কি আইন বিরুদ্ধ না? এটা কি সম্ভব? এটা কি করা উচিত?"
এখানেই শেষ না, পরিচালক আরও বলেন... "এই ভিডিওটা আসলে একটা অ্যাকশন দৃশ্যের ক্যাটালগ। আমরা এই ধরনের ছবিকে প্রমোট করতে চেয়েছিলাম। টোটা নিজেই বলেছিলেন, উনি সেটা একবার করণ জোহরকে দেখাতে চান। আমরা খুব আগ্রহী ছিলাম। যাই হোক! সেখানে কোনও লোগো নেই। সেখানে কোনও প্রযোজক, পরিচালকের নাম নেই! আমরা কিচ্ছু জানি না, এটা কী করে হয়? আমি তো ভাবতে পারছি না। এমন কিছু হয় নাকি? টোটা রায়চৌধুরীকে আমি খুব সম্মান করতাম। উনার তারিখের জন্য আমরা অনেকদিন ঘুরেছি। উনি এদিক ওদিক নিতে গিয়েছেন পুরস্কার, আমরা অপেক্ষা করেছি। কিন্তু, আজও বুঝতে পারলাম না এটা হল কেন?"
উল্লেখ্য, টোটা রায়চৌধুরীর এই পোস্ট শেয়ার করেছেন করণ জোহর খোদ। তিনি সঙ্গে এও লিখেছেন, ভার্সেটাইল হলে সে একজন - টোটা রায়চৌধুরী। কিন্তু অভিনেতার এই কাণ্ডে তাঁকে নিয়ে হইহই! আইন বিরুদ্ধ একটি কাজ তিনি কেন করলেন, সেটাই ভাবনায় বাইরে তাদের কাছে। যদিও, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে টোটা রায়চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি।