সমাজের পরিস্থিতি নিয়ে তো কত কথা আশেপাশে শোনা যায়, মানুষের এখন নির্বিঘ্নে হাঁটাচলা দায়, কেউ চারিদিকে সুরক্ষিত না। কিন্তু, আসলেই কি তাই? টোটা রায়চৌধুরী যা বলেন...
Advertisment
এবছরটা তাঁর জন্য বেশ ভাল গিয়েছে। রকি আউর রানী ছবিতে চন্দন চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় তাঁকে অনেক খ্যাতি, সম্মাননা এনে দিয়েছে। বলিউডে তাঁর নাচের গুণগান গেয়েছেন অনেকেই। আর এবার, আরেকটি ওয়েব সিরিজ যাহা বলিব সত্য বলিব। মিমি চক্রবর্তীর বিপরীতে তাঁকে দেখা যেতে চলেছে। একেই তো তিনি বেশ উৎসাহী কাজ করতে পেরে। উকিল জয়রাজ সিংয়ের মত একজন সত্যবান উকিলের ভূমিকায় তাঁকে দেখা গিয়েছে।
কোর্টরুম ড্রামা, থ্রিলার, সত্যি ঘটনা অবলম্বনে, কাজ করতে গিয়ে কতই তো এক্সপিরিয়েন্স হয়। সমাজের এক মানুষ হিসেবে চারপাশে যা যা দেখছেন, তারপর কী মনে হয় টোটার? রক্ষকই ভক্ষক, শব্দটার সঙ্গে একমত তিনি? আইনের আরেক রক্ষক অর্থাৎ আইনজীবীর ভূমিকায় কাজ করতে পেরে কী উপলব্ধি তার?
অভিনেতা বলেন, রক্ষক শুধুই রক্ষক হয়, সবসময় ভক্ষক হয় না। কারণ, যদি হত তবে সমাজে আমরা ঘুরে বেড়াতে পারতাম না। ক্রিটিসাইজ করাটা আমাদের রক্তমজ্জায় ঢুকে গিয়েছে। আমরা চাইলেও পারব না বদলাতে। এই যে রক্ষকই ভক্ষক, এটা যদি বাস্তবে হয়, তাহলে সমাজ ডুবে যাবে। সোসাইটি ধরে রাখা যাবে না। অভিনেতার কথায়..
তিনি এই চরিত্রর মাধ্যমে অনেককিছু শিখেছেন। নিজের কাজের প্রতি যে সততা রাখা যায়, সেটা জয়রাজ সিংহ তাঁকে বুঝিয়েছে। উল্লেখ্য, নিখোঁজের পর আবারও তিনি সিরিজে। আর এই নিয়েই বেশ উত্তেজিত তিনি। স্ক্রিপ্ট ভাল করে পড়েছেন, নিজের রিসার্চ করেছেন।