/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/tota.jpg)
টোটার বলিউড সিরিজ
বৃহস্পতি তুঙ্গে টোটার। কানাঘুষো, খবর ছিল তিনি ফের নতুন সুযোগ পেয়েছেন বলিউডে, যদিও পেলেন নাকি নিজের যোগ্যতায় অর্জন করলেন সেটা ভাবার বিষয়। করণ জোহরের সঙ্গে কাজ, সেই থেকে জাতীয় স্তরে পরিচিতি। এবারও, এক বড় উড়ান অভিনেতার।
কিছুদিন, আগেই নিজের মন্তব্যের খাতিরে বেজায় সম্মান পেয়েছিলেন টোটা। শুধুই কাজ, কেন রাজনীতিতে নেই, কেন দলের পেছনে দৌড়ান না সেসব বিষয়ে মুখ খুলেছিলেন। করণ জোহরের ছবিতে চন্দন চট্টোপাধ্যায়ের ভূমিকায় তাঁকে বেশ প্রশংসা করেছেন সকলে। এবার, নতুন সিরিজ, নতুন সুযোগ। অভিনেতা আপ্লুত।
একটি ফ্যামেলি ফিল্মি ড্রামার পর এবার আরও বড় দায়িত্ব। অভিনেতা নিজেই জানালেন, সুখবর। এবার বাবা কাকার চরিত্র নয় বরং একদম অন্যরকম একটি চরিত্র। একদম, যেন চিরাচরিত টোটা। পরনে জিন্স, টিশার্ট... চোখে চশমা। অভিনেতা ডিরেক্ট শুটিং ফ্লোর থেকেই জানালেন, কার সঙ্গে কাজ করছেন তিনি। লিখলেন...
"A Wednesday ছবিটা দেখার পর থেকেই ওনার ফ্যান। তাই উনি যখন নিজে ফোন করে আমায় কাস্ট করলেন এবং শুধু তাই নয়, একটি আন্তর্জাতিক মানের সিরিজে (Special Ops 2) করলেন তখন আমার আপ্লুত,অভিভূত হওয়াটাই স্বাভাবিক। ধন্যবাদ স্যার, শ্রী নীরজ পান্ডে।"
একজন খ্যাতনামা পরিচালকের সঙ্গে কাজ নেহাত সহজ কাজ নয়। হয়তো, সেভাবেই নিজেকে তৈরি করেছেন অভিনেতা। এখন, অনেক বড় পরীক্ষার পালা। অভিনেতা তৈরি চ্যালেঞ্জের জন্য।