Advertisment
Presenting Partner
Desktop GIF

Tota Roy Chowdhury: কেন হয় না? বাংলা ছবির হৃত গৌরব ফিরিয়ে আনার কথা টোটার মুখে, বিশ্বদরবারে সাজলেন 'হিরো'...

Tota on IIFA: বাংলা ছবি অনেক পিছিয়ে গিয়েছে? হিন্দি ছবির মঞ্চে তাঁকে বাংলা ছবি নিয়ে প্রশ্ন করতেই টোটা সহজ সোজা উত্তর দিলেন। নিজেদের গৌরব ফিরিয়ে আনার কথা বলেন তিনি...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
tota roy

Tota Roy chowdhury: বাংলা ছবি নিয়ে যা বললেন টোটা...

 বাংলা সিনেমার এক প্রতিনিধিত্ব করতেই কি তবে আবু ধবি পৌঁছেছিলেন টোটা রায়চৌধুরী? অন্তত, iifa থেকে বেরিয়ে এসে সেরকমই কিছু লিখছেন সমাজ মাধ্যমে। টোটা কালো রঙের পোশাক হাজির হলেন। সেখানে পৌঁছেই তিনি উপলব্ধি করলেন বাংলা ছবির বিষয় নিয়ে।

Advertisment

টোটা, এই বছর রকি ঔর রানী কী প্রেম কাহিনী ছবিতে কাজ করেছিলেন। আলিয়া ভাটের বাবার চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল। এমনকি অভিনেতা বেশ প্রশংসা কুড়িয়েছেন এই চরিত্রের জন্য, তাই iifa এর মঞ্চে মনোনয়ন পেয়েই তিনি ধন্য। লিখছেন.....

"আবু ধাবি'তে IIFA Awards এ আমন্ত্রিত ছিলাম। শ্রেষ্ঠ সহ অভিনেতার বিভাগে ধর্মেন্দ্র'জি, অনিল কাপুর, গজরাজ রাও, জয়দীপ আহলাওয়াত-দের সঙ্গে আমারও মনোনয়ন ছিল। না, পুরস্কৃত হইনি, ট্রফিটি অনিল কাপুর এর হাতেই উঠেছে, তবে এত বিখ্যাত ও দিকপাল অভিনেতাদের পাশাপাশি আমিও যে তালিকাভুক্ত ছিলাম সেটাই আমার কাছে award-সম।" অভিনেতা সেখানে হওয়া একটি ঘটনার কথাও বললেন। বাংলা ছবিতে কেন Iifa হয় না, সেই নিয়েও প্রশ্ন তোলা হলে তিনি উত্তর দিলেন।

"ঢোকার মুখে প্রেস কর্নারে মুম্বাইয়ের এক মহিলা বাঙালি সাংবাদিক প্রশ্ন করলেন যে IIFA তো দক্ষিণের চার ইন্ডাস্ট্রি নিয়ে award function করছে। একসময় এই হিন্দি ইন্ডাস্ট্রিকে বাঙালিরাই পথ দেখিয়েছিল। এখন হিন্দি কোন সুদূরে এগিয়ে গেছে। বাংলা ইন্ডাস্ট্রির সদস্য হয়ে আফসোস হয় না যে কেন IIFA বাংলা ছবি নিয়ে কোনো award show করে না? দেখলাম প্রায় পঞ্চাশ জন সাংবাদিক, যে যা করছিলেন সেটা থামিয়ে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে। হেডলাইটে হরিণ না হয়ে ঠান্ডা মাথায় উত্তর দিলাম, "তাঁদের অগ্রগতি আমাদের অনুপ্রেরণা যোগাবে। বাংলা ইন্ডাস্ট্রির সবাই মিলে প্রচেষ্টা করব যাতে হৃত গৌরব পুনরুদ্ধার করা যায়।" উত্তর শুনে কন্যা তখন মিটিমিটি হাসছেন। ভাবখানা এই যে, গুগলি দিলাম বটে তবে মন্দ খেললে না। অবশ্য রাতে ফিরে ডিনারের পর পায়চারি করতে করতে প্রশ্নটা ভাবালো। সত্যিই তো, একটা সময় আমরাই পথপ্রদর্শক ছিলাম। রায়, সেন, ঘটক-দের কথা ছেড়েই দিলাম। অরবিন্দ মুখোপাধ্যায়ের "নিশিপদ্ম" (অমর প্রেম) বা অগ্রদূত এর "ছদ্মবেশী" (চুপকে চুপকে ) এর মত অনেক বাংলা ছবির হিন্দি রিমেক এক সময়ে ভারত কাঁপিয়ে ব্যবসা করেছে।" 

"এক দশক আগেও ঋতুদার, ঋতুপর্ণ ঘোষের, ছবিগুলো বহু ভাষাভাষীর দর্শক দেখতেন এবং সেগুলো নিয়ে আলোচনা করতেন। কোথায় আমাদের ত্রুটিবিচ্যুতি হলো বা কি করলে পূর্বস্থান পুনর্দখল করতে পারি তা নিয়ে আত্মবিশ্লেষণ ও আত্মসমালোচনার আশু প্রয়োজন। কবে ঘি খেয়েছি বা ঘি-চপচপে পোলাও বিতরণ করেছি সেটা বারংবার বমন করে বাকিদের বিরক্তির ও করুণার পাত্র হয়ে এক ইঞ্চিও অগ্রগতি হবে না। আমার মনে হয় গত দশ-বারো বছরে আমরা যেন চিন্তাধারায়, মানসিকতায় ও কর্মে খুবই ক্ষুদ্র ও সংকীর্ণ হয়ে উঠেছি। অন্যকে ছোট করে  নিজেকে  বড় প্রমাণিত করার দৌড়ে এটা ভুলে গেছি যে নিজেকে বৃহৎ করেও কিন্তু অন্যকে খর্ব করা যায়। অবশ্য দ্বিতীয়টি অপেক্ষাকৃত অনেকটাই কঠিন। সেটা করতে গেলে প্রথমেই ঈর্ষা ত্যাগ করে স্বীকার করে নিতে হয় যে প্রতিযোগীর কাজ তুলনায় উচ্চমানের। তারপরে উন্নতিসাধনে প্রতিনিয়ত পরিশ্রম ও প্রচেষ্টা।  সেগুলো করার প্রাথমিক শর্ত হলো সত্যের সম্মুখীন হওয়ার বাত্যার সাহস ও ব্যাপ্ত হৃদয়।"

উল্লেখ্য, টোটা এখানেই থামলেন না। তাঁর সঙ্গে সঙ্গে এও বললেন... "আমাদের পূর্বসূরিদের হয়তো তাঁদের কিছু উত্তরসূরিদের মত জার্মান গাড়ি, সুইস ঘড়ি, ফ্রেঞ্চ পারফিউম, ইটালিয়ান স্যুট, বহুতলে দক্ষিণখোলা ছিল না কিন্তু মনখোলা, প্রাণখোলা ছিলেন বলে মনপ্রাণ দিয়ে কাজ করতেন আর তাই আমরা তাঁদের মনেপ্রাণে স্থান দিয়েছি।"

tollywood Tota Roy Choudhury Tollywood Television star tollywood news
Advertisment