প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ওপর তৈরি হয়েছে বায়োপিক অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। আর এই পলিটিক্যাল ড্রামায় প্রধান ভূমিকায় রয়েছেন অনুপম খের। পরিচালনায় নবাগত পরিচালক বিজয় রত্নাকর গুট্টে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। লেখক সঞ্জয় বারুর লেখা বই দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি। সঞ্জয় বারু ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত মনমোহন সিংয়ের মিডিয়া অ্যাডভাইজর ছিলেন। এ পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু অভিনেতা অনুপম খেরের দাবী ইউটিউবে দেখা যাচ্ছেনা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবির ট্রেলার। প্রসঙ্গত ছবিতে মনমোহন সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের।
ভারতের কিছু কিছু জায়গায় ইউটিউবে সার্চ করলে দেখা যাচ্ছে না ছবির ট্রেলার। অভিনেতা বিষয়টি টুইট করে ফ্যানেদের এই বিষয়টা একবার যাচাই করে নেওয়ার অনুরোধ জানিয়েছে। আর তারপর থেকেই দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার আবার শিরোনামে।
শুধু টুইট নয়, অভিনেতা ইউটিউবের স্ক্রিনশটও পোস্ট করেছেন। তবে অনুপম খেরের টুইট পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকরা তা খুঁজতে শুরু করেন। পরে বোঝা যায়, ট্রেলার ইউটিউব থেকে উধাও নয়, প্রথম ৫০ এর তালিকায় পড়ছে না এই ট্রেলার। আর সেকারণেই দেখা যাচ্ছিলনা।
Read the full story in English