Advertisment
Presenting Partner
Desktop GIF

প্রকাশিত মুখোমুখির ট্রেলার, এযেন গল্পের মধ্যে গল্প

ব্রেশটিয়ান ফরম্যাটে এই ছবির ন্যারেটিভ সাজানো। যিশু-পায়েল ছাড়াও দেখা যাবে দর্শনা বণিক,রজতাভ দত্ত, সাহেব ভট্টাচার্য, উষসী চক্রবর্তী, অঞ্জন দত্তকে। ছবির মুক্তি আগামী বছরের ১ ফেব্রুয়ারী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুখোমুখি ছবির মুক্তি আগামী বছরের ১ ফেব্রুয়ারী। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ

রজতাভ দত্ত বা অভিমন্যু একজন আর্মি অফিসার। যার স্ত্রী গার্গী রায়চৌধুরী অর্থাৎ এষা লেখিকা। তিনি একটি উপন্যাস লেখেন যার সমস্ত চরিত্রদের আমরা দেখতে পাই ছবিতে। বলতে গেলে, লেখার মাধ্যমেই ছবিতে সম্পর্কের বিচ্ছেদ ঘটে আবার উপন্যাসই কাছে আনে তাদের। ছবিতে উপন্যাসের প্রধান দুই চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্ত ও পায়েল সরকারকে। যিশু এক বিজ্ঞাপন সংস্থায় কাজ করে। সঙ্গে যিশু অর্থাৎ শৌনক একজন মিউজিশিয়ানও বটে। আর যিশুর স্ত্রী ওরফে পায়েলের চরিত্রের নাম অনসূয়া। একসময় অভিমন্যু বলে, উপন্যাসের চরিত্রগুলো তো অন্যভাবেও ব্যবহার করতে পারে।

Advertisment

publive-image মুখোমুখি ছবির ট্রেলার লঞ্চে কলাকুশলীরা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ

প্রায় বছর দুই আগে জানা গিয়েছিল মুখোমুখির কথা। কমলে‌শ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিটার শুটিংও শেষ হয়। কিন্তু গোল বাঁধে মুক্তি পাওয়াকে কেন্দ্র করে। অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে দর্শকের সামনে আসার জন্য প্রস্তুত ‘মুখোমুখি’। মানুষের সম্পর্কের টানাপোড়েনের সূত্রপাত কোথা থেকেই সেটাই ছবির উপজীব্য। প্রকাশ্যে এল মুখোমুখি ছবির ট্রেলার। তবে এযেন গল্পের মধ্যেই আরও এক গল্প।

ট্রেলার লঞ্চে এসে যিশু সেনগুপ্ত বললেন, ''প্রত্যেকেই তাদের ছবিকে অন্য রকমের ছবি বলে থাকে। কিন্তু কমল দার পরিচালনায় এই ছবির ট্রিটমেন্টাই অন্যভাবে করা হয়েছে। ছবিতে টাইম স্পেস নিয়ে খেলা হয়েছে। ভারতে আশা করি প্রথমবার এই আঙ্গিকে কাজ করা হল''। পরিচালককে পাওয়া গেল ছবির ট্রেলার লঞ্চে। তিনি বললেন, ''চিত্রনাট্যটা অনেক আগের লেখা। যদিও নাটকের জন্য লিখেছিলাম। ছবি তৈরির জন্য কিছু জায়গায় পরিবর্তন এনেছি। প্রচলিত ধারা থেকে বেরিয়ে নতুন কিছু করার চেষ্টায় সকলে আমার সঙ্গ দিয়েছেন''।

ব্রেশটিয়ান ফরম্যাটে এই ছবির ন্যারেটিভ সাজানো। যিশু-পায়েল ছাড়াও দেখা যাবে দর্শনা বণিক,রজতাভ দত্ত, সাহেব ভট্টাচার্য, উষসী চক্রবর্তী, অঞ্জন দত্তকে। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। ছবির মুক্তি আগামী বছরের ১ ফেব্রুয়ারী।

tollywood kamaleswar mukharjee jisshu sengupta
Advertisment