Advertisment

শতবর্ষে হীরালাল সেনকে শ্রদ্ধা চলচ্চিত্র প্রেমীদের

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছবিটি দেখানোর প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে কথা বলল টিম হীরালাল।

বাংলা ছবির পথিকৃৎ বলা যাঁকে, যাঁর পথচলাতেই বড়পর্দায় বিনোদনের রাস্তা সামনে এসেছিল তিনি হীরালাল সেন। এবার তাঁকে নিয়েই ছবি। পরিচালক অরুণ রায়। ২৪ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ প্রতিযোগীতা বিভাগের নির্বাচিত হীরালাল। এদিন ছবিটি দেখানোর প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে কথা বলল টিম হীরালাল। ভারতীয় সিনেমার জনক হিসাবে আমরা জানি দাদা সাহেব ফালকেকে। কিন্তু তার আগেও যিনি সিনেমা নিয়ে স্বপ্ন দেখে সেটাকে বাস্তবায়িত করেছিলেন তিনি হীরালাল সেন। ঘটনাচক্রে তাঁর সমস্ত কাজ নষ্ট হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়।

Advertisment

পরিচালক জানালেন, স্টিল ফোটোগ্রাফার হীরালাল সেনের সিনেমার নেশা পায় লুমিয়ার ব্রাদার্স মুম্বইয়ে তাদের ছবির স্ক্রিনিং করার পর। পরে তার সঙ্গে আলাপ হয় নাট্যব্যক্তিত্ব অমরেন্দ্রনাথ দত্তের। এই দুজন পরে আলিবাবা নাটককে সাদা স্ক্রিনে বায়োস্কোপ করে দেখান। সেই শুরু। প্রথম অ্যাড, জবাকুসুম তেলের বিজ্ঞাপনও কিন্তু তারই বানানো। পরে একটি তথ্যচিত্র বানান বঙ্গভঙ্গের ওপরে যা পুড়ে যায়।

13, 2018

এর আগে এগারো ও চোলাই নামে আরও দুটো ছবি বানিয়েছেন অরুণ রায়। কলকাতার লাহা বাড়ি, বেলগাছিয়া রাজবাড়ি, মুর্শিদাবাদ, টিটাগড়ে শুটিং হয়েছিল এই ছবির। ছবিতে দেখা যাবে শাশত্ব চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায় সহ বেশকিছু থিয়েটারের শিল্পীরা। তবে স্ক্রিনিংয়ের আগেও তারা সামনে আননেনি কে অভিনয় করেছেন হীরালালের ভূমিকায়। পরে ছবি দেখে জানা গেল পর্দায় কিঞ্জল নন্দী অভিনয় করেছেন মুখ্য চরিত্রে। তবে এদিন উপস্থিত ছিলেন না শাশত্ব চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়।

Kolkata International Film Festival saswata chatterjee
Advertisment