Trina Saha: Kiss Day-তে তৃণার মত সৌভাগ্যবতী আর কেউ আছে? নীল নয়, কার চুমুতে ভাসলেন অভিনেত্রী?

Trina Saha: বিবাহ বন্ধনে তিনি নীল ভট্টাচার্যের সঙ্গে আবদ্ধ হয়েছেন বেশ কয়েকবছর হল। তাঁদের বিয়ে টলিপাড়ার টক অফ দ্যা টাউন ছিল। দুজনে অনেকবছর প্রেমের পরেই বিয়ে করেছিলেন, কিন্তু…

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
trina saha news- valentines week

Trina Saha Kiss Day: চুমুতে ছয়লাপ, কাদের জন্য এত খুশি তৃণা? Photograph: (Instagram)

 আজকে প্রেমের সপ্তাহের সেই বিশেষ দিন, যাকে চুমু দিবস বলে। যদিও বা ভালবাসা দিবসের আলাদা করে কিছুই হয় না, কিন্তু তারপরেও আজকের এই বিশেষ দিনে যদি হামি খাওয়ার একজন বিশেষ মানুষ থেকে থাকেন তাহলে নিশ্চই মন্দ হয় না? অন্তত অভিনেত্রী তৃণা সাহা এখন যে ভালবাসায় মুড়ে রয়েছেন...

Advertisment

বিবাহ বন্ধনে তিনি নীল ভট্টাচার্যের সঙ্গে আবদ্ধ হয়েছেন বেশ কয়েকবছর হল। তাঁদের বিয়ে টলিপাড়ার টক অফ দ্যা টাউন ছিল। দুজনে অনেকবছর প্রেমের পরেই বিয়ে করেছিলেন। কিন্তু আজকের এই বিশেষ দিনে, চুমু দিবসের দিন নীলের কাছ থেকে না, বরং আপনজনের থেকেই তিনি মিষ্টি করে কয়েকটা চুমু পেলেন। একটা দুটো না, বরং অনেকগুলো।

অভিনেত্রী নিজেই সেই ভিডিও দেখালেন যে কার থেকে কয়টা করে চুমু পেলেন তিনি। তাঁকে দেখা গেল, প্রথমে একটু লজ্জায় মুখ ঢেকে রাখলেও তিনি যেন ভালবেসেই তাঁদের চুমু খাওয়ার জন্য ডেকে নিলেন। আসলে, একটি রিলস পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, দুজন খুব মিষ্টি মানুষের কাছ থেকে এই বিশেষ দিনে চুমু পেয়ে বেজায় খুশি তিনি। আর কে সেই দুজন স্পেশ্যাল মানুষ?

Advertisment

সেই দুজন তাঁর দুই ছেলে মেয়ে। তৃণা পর্দায় এখন মায়ের ভূমিকায়। আর তাঁর অনস্ক্রিন দুই সন্তানের থেকেই ভালবাসায় ভরে উঠেছেন তিনি। অভিনেত্রী তাঁর দুই ছেলে মেয়ের কাছ থেকে মিষ্টি চুমু পেয়ে যে আনন্দে আত্মহারা, সেকথা তাঁর চোখমুখ দেখলেই বোঝা যাচ্ছে। তাই তো, তিনি সেই ভিডিও শেয়ার করে সমাজ মাধ্যমে লিখলেন... "কে কে এই কিস ডে তে লাকি আর? এই যে আমি।" এটুকু বলেই হাসি ধরছে না তাঁর আর।

অভিনেত্রীর টেলিভিশনে নতুন সিরিয়াল আসছে। পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে তাঁকে দেখা যেতে চলেছে। সেখানে ইন্দ্রজিৎ বসুর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। উল্লেখ্য, এই সিরিয়ালে দুই সন্তানের মা প্রসঙ্গে তিনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেছিলেন, যখন পরিচালক তাঁকে জিজ্ঞেস করেছিলেন, এত ম্যাচিওর চরিত্রে অভিনয় করবেন কিনা, তখন তৃণা উত্তরে এও বলেছিলেন, ঠিক সময়ে সন্তানের মা হলে তিনটে বাচ্চার মা হয়ে যেতেন। 

tollywood Trina Saha tollywood news Tollywood Actress