/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/trina1.jpg)
Trina Saha: বুড়ো সেজেও রক্ষে নেই? ছবি-ইনস্টা
ফের একবার আলোচনায় তৃণা সাহা! কিন্তু কেন? এমন কিছু কিছু কান্ড তিনি করছেন, যে মানুষের নজরে এলেও তাঁকে নিয়ে চর্চা থাকছেই। আবার কী করেছেন তিনি?
অভিনেত্রীর সঙ্গে যেন ছাপরি তকমা জুড়ে গিয়েছে। তাই তো, ভাল কিছু করতে গিয়েও তিনি রোষানলে। কিন্তু কেন? অভিনেত্রী এবার একদম ভিন্ন রূপে। তাঁকে দেখা গেল অন্যরকম অবতারে। একলাফে যেন কয়েকবছর বয়স বেড়ে গিয়েছে। সূত্র বলছে, পণ্ডিত ভবেশ চট্টোপাধ্যায়ের ভূমিকায় তাঁকে দেখা যায় চলেছে।
সাদা পোশাক, উত্তরীয় সঙ্গে কাঁচা পাকা দাড়ি এবং চোখে চশমা। অভিনেত্রীকে এত বয়স্ক দেখেও কারওর চিনতে অসুবিধে হল না। উল্টে বেশিরভাগই যা বললেন, তাতে চমকে যেতে হয়। এর আগে, অতিরিক্ত কুল সাজতে গিয়েই ছিঃ ছিঃ পড়েছিল নেটপাড়ায়। এবারও, ব্যতিক্রম না।
আরও পড়ুন - Trina Saha: ‘৫০০ টাকার নায়িকার আবার ৫ হাজারের…’, ফের রোষানলে তৃণা! টাকা দিয়ে মাপা হল অভিনেত্রীকে?
অভিনেত্রীকে কী কী শুনতে হল?
কেউ বললেন, ছুঁড়ি থেকে বুড়ো সেজে আর লাভ কী? আবার কেউ বললেন, বুড়ো বয়স্ক মানুষের গাল যে এত লাল হয়, জানতাম না। আবার কারওর কথায়, হবে কোনও ছাপরি। আবার কেউ বললেন, কেওড়া তোলার সোডারর দোকানের মালিক হবে। রীতিমতো আক্রমণ করা হচ্ছে তৃণা কে।
প্রসঙ্গত, অভিনেত্রী কিছুদিন আগে তাঁর গান বোকা সোডার কারণে বেজায় ট্রোল হয়েছিলেন। আইটেম পেপি গান বানাতে গিয়ে তারা যে অসভ্যতামির সীমা ছাড়িয়ে গিয়েছেন এমন কথাও শোনা গিয়েছিল। আর এবারও ব্যতিক্রম না। বুড়ো সাজতে গিয়েই ফের ট্রোল হলেন তিনি।