/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/trina.jpg)
trina saha - তৃণার ছুটির মুহূর্ত...
সদ্য শেষ করেছেন শুটিং। ধারাবাহিক লাভ আজ কাল শেষ হয়েছে। এবার শুধুই ছুটির মুডে তৃণা সাহা। অভিনেত্রী গতকাল পাড়ি দিয়েছেন গরমের ছুটি কাটাতে।
সঙ্গী কিন্তু নীল না। বরং স্বামীকে বাদ দিয়ে তিনি মেয়ে বান্ধবীকে নিয়ে গেলেন ঘুরতে। এতদিন কাজ করার পর ফান টাইম সকলের প্রয়োজন হয়। তৃণা নিজেও ব্যতিক্রম নয়। অভিনেত্রী তাঁর সহকর্মী দিয়া চক্রবর্তীর সঙ্গে ঘুরতে গিয়েছে। গরমের ছুটি কাটাতে সমুদ্রের থেকে ভাল জায়গা আর কিছুই হয় না।
অভিনেত্রী গেলেন পট্টায়া। সেখানেই সকাল হতে বেরিয়ে পড়লেন ভ্রমণে। কী কী করলেন তাঁরা? পরপর সব আপডেট দিলেন সোশ্যাল মিডিয়ায়। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার মজা আলাদাই। এবার একদম ভিন্ন মুডে তাঁকে দেখা গেল। তৃণা এবং দিয়ার ছুটি কেমন কাটছে?
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/t2.jpg)
ম্যাসাজ দিয়ে শুরু করলেন। তারপর, সোজা রওনা দিলেন সমুদ্র সৈকতে। পাড়ে দাঁড়িয়েই অভিনেত্রীরা মুহূর্ত উপভোগ করলেন। সমুদ্রের জল এসে পা ছুঁয়ে গেল তাদের। এরপর সকাল হতেই ওয়েফার দিয়ে দিন শুরু করলেন। ব্রেকফাস্টে ভাল জিনিস না হলে হয়? আর গরম যখন, ড্রিঙ্ক তো থাকবেই। সুইমিং পুলের পাশে বসেই, পানীয় খাওয়ার মজাও নিলেন তারা।
যদিও, গতকাল তাঁরা যখন রওনা দিচ্ছেন, অনেকেই প্রশ্ন করেছিলেন নীল দা যাচ্ছে না কেন? কিন্তু, একথা অজানা নয়, যে নীল তার প্রথম ডেবিউ সিরিজের জন্য ব্যস্ত। বোকাবাক্সতে বন্দী আসছে খুব শীঘ্রই। সেই সিরিজে শোলাঙ্কি র সঙ্গে কাজ করেছেন তিনি।