/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/lead-41.jpg)
'ত্রিনয়নী'। ছবি: জিফাইভ অ্যাপ থেকে
Bengali Television serial TRP best 10 serials: গত সপ্তাহে বাকি সব ধারাবাহিককে ছাপিয়ে ১৫ + আরবান টিআরপি তালিকার সর্বোচ্চ স্থানে উঠে আসে জি বাংলা-র ধারাবাহিক 'ত্রিনয়নী'। এই সপ্তাহেও সেরার স্থান দখলে রেখেছে ওই ধারাবাহিক ৯.১ রেটিং নিয়ে। গত সপ্তাহে পূর্ববর্তী টপার 'কৃষ্ণকলি' ছিল তৃতীয় স্থানে কিন্তু এই সপ্তাহে 'কৃষ্ণকলি' রয়েছে দ্বিতীয় স্থানে ৮.৩ রেটিং নিয়ে, সঙ্গে 'করুণাময়ী রাণী রাসমণি'। তৃতীয় স্থানে এই সপ্তাহে রয়েছে 'বকুলকথা' (৮.২)। সম্প্রতি ওই ধারাবাহিকে বেশ কিছু আকর্ষণীয় মোড় এসেছে। পুরনো ভিলেনও ফিরেছে। তাই আগামী বেশ কয়েক সপ্তাহ ভাল রেটিং থাকবে 'বকুলকথা'-র এমনটাই আশা করা যায়।
অন্যদিকে 'কৃষ্ণকলি' প্রথম স্থান থেকে সরে গেলেও রেটিংয়ে আবারও এগিয়ে যেতে পারে আগামী সপ্তাহে কারণ সামনেই বেশ কিছু সারপ্রাইজ রয়েছে দর্শকের জন্য। এই মাসের প্রথম সপ্তাহ থেকেই 'জয় বাবা লোকনাথ' (৭.৮)-এ শুরু হয়েছে নতুন অধ্যায়। শুরু হয়েছে লোকনাথ ব্রহ্মচারীর পরিণত বয়সের গল্প। এই নতুন অধ্যায় দর্শককে কতটা অভিভূত করছে বা দর্শক এই নতুন অধ্যায়টি তেমন একটা পছন্দ করছেন কি না, সেটা বুঝতে আরও কয়েক সপ্তাহের রেটিংয়ের পর্যালোচনা প্রয়োজন। এই সপ্তাহে ধারাবাহিকটি রয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে 'নকশিকাঁথা' (৭.৩)।
আরও পড়ুন: নিজের নামটাই বদলে ফেলতে হয়েছিল ভাস্বরকে
এই সপ্তাহে আবারও ভাল রেটিং রেখেছে 'শ্রীময়ী' (৭.১)। 'কৃষ্ণকলি'-র রেটিং সামান্য কমলেও, ওই একই স্লটে 'শ্রীময়ী'-র রেটিংও যে অনেক বেশি বেড়ে গিয়েছে তা নয়। তবে বিগত কয়েক সপ্তাহ ধরেই এই ধারাবাহিকটি শম্বুকগতিতে হলেও রেটিংয়ে অনেকটা এগিয়েছে। সেটা অবশ্যই গল্পের টুইস্ট অ্যান্ড টার্নের কারণে। এই মুহুর্তে 'শ্রীময়ী' ও তার পুত্রবধূর যে ট্র্যাকটি চলছে, তা দেখতে দেখতে অনেকেরই মনে পড়তে পারে 'কিঁউকি সাঁস ভি কভি বহু থি'-র তুলসীর কথা। এছাড়া অবশ্যই উল্লেখ্য 'আলোছায়া'। সম্প্রচারের প্রথম সপ্তাহেই ধারাবাহিকটি স্থান করে নিয়েছে টিআরপি সেরা দশে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/inside-1.jpeg)
টিআরপি সেরা দশ তালিকায় এই সপ্তাহে বাদ পড়েছে 'রানু পেল লটারি'। নীচে রইল সেরা দশের বাকি ধারাবাহিক ও তার রেটিং--
ষষ্ঠ-- 'শ্রীময়ী' (৭.১)
সপ্তম-- 'নেতাজি' (৬.৬)
অষ্টম-- 'আলোছায়া' (৬.২)
নবম-- 'কে আপন কে পর' (৫.৭)
দশম-- 'সৌদামিনীর সংসার' (৫.৬)
আরও পড়ুন: টেলিভিশন একমাত্র মাধ্যম যা সবার জন্য খোলা: বিশ্বজিৎ
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/inside2-5.jpg)
স্টার জলসা ও জি বাংলা-র জিআরপি-তে খুব বেশি রদবদল হয়নি। এই সপ্তাহে স্টার জলসা-র জিআরপি ৪৫৩ ও জি বাংলা-র জিআরপি ৭১৩। এই সপ্তাহে স্টার জলসা-র সেরা পাঁচে রয়েছে 'দুর্গা দুর্গেশ্বরী'। প্রথম সপ্তাহেই ভাল ফল করেছে এই ধারাবাহিক। আগামী সপ্তাহে চ্যা্নেল টপার হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে পাশাপাশি সামগ্রিক টিআরপি সেরা দশ তালিকাতেও জায়গা করে নিতে পারে খুব তাড়াতাড়ি। এক ঝলকে এই সপ্তাহের স্টার জলসা সেরা পাঁচ--
প্রথম-- 'শ্রীময়ী' (৭.১)
দ্বিতীয়-- 'কে আপন কে পর' (৫.৭)
তৃতীয়-- 'সাঁঝের বাতি' (৪.৮)
চতুর্থ-- 'ফাগুন বউ' ও 'মহাপীঠ তারাপীঠ' (৪.৫)
পঞ্চম-- 'দুর্গা দুর্গেশ্বরী' (৪.৩)