একটা করে বছর যায়, আর কিছু তারকা নিদারুণ জনপ্রিয়তা পেতে শুরু করেন। একটা ছবিই, কিছু কিছু তারকার জীবনে এমন মোড় ঘুরিয়ে দেয় যে, সব অভিনয় ছেড়ে তাঁকে নির্দিষ্ট সেই চরিত্রের কারণেই আলোচনা করে গোটা দেশ। এমন একজন অভিনেত্রী যিনি বলিউডের বিগশটদের সঙ্গে শুধু কাজ করেছেন এমন না, বরং....
সেই তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য বেশ চর্চায় ছিল। সেই মানুষটি এখন IMDB এর জনপ্রিয়তার শীর্ষে। দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, ঐশ্বর্য রাই বচ্চনকে টেক্কা দিয়ে তিনি এগিয়ে গিয়েছেন। আর তাঁকে নিয়ে যে আলোচনা, সেটি খুব কম অভিনেত্রীকে নিয়েই হয়। প্রসঙ্গে, 'অ্যানিম্যালের ভাবি ২' তৃপ্তি ডিমরি। যদিও বা এই ছবির আগে অনেক কাজ করেছেন তিনি। তাঁর মধ্যে বুলবুল অসম্ভব জনপ্রিয়। কলা ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু, রণবীরের সঙ্গে অন্তরঙ্গ অভিনয় যেন তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেল।
এই ছবির কারণেই তিনি রাতারাতি সমাজ মাধ্যমে সেনসেশন তৈরি করেন। এমনকি ছবির লিড নায়িকা রশ্মিকা মন্দনাকে সরিয়ে তিনি ন্যাশনাল ক্রাশ হয়ে ওঠেন। এবং তাঁর চেহারার সঙ্গে সঙ্গে তাঁর অভিনয়ের উল্লেখ হতে থাকে। তারপরেই তিনি ভিকি কৌশলের সঙ্গে কাজ করেন 'ব্যাড নিউজ' ছবিতে। সেখানেও একটি গান আলোড়ন ফেলে দেয়। 'জনম' গানে ভিকি এবং তৃপ্তির ঘনিষ্ঠ মুহূর্ত দারুণ চর্চায় সৃষ্টি করে। এমনকি তাঁকে তথাকথিত বোল্ড কিংবা সাহসী অভিনেত্রী হিসেবে দাগিয়ে দেয়। আলোচনায় এমন কিছু উঠে আসে, সত্যিই কি তৃপ্তির ওপর আলিয়া কিংবা ক্যাটরিনার রাগ হয় না?
তাঁর অভিনয়ের সঙ্গে সঙ্গে 'Bold' স্বভাবের কারণেও তাঁকে নিয়ে আলোচনা এবং নানা ধরনের সমালোচনা হতে থাকে। এখানেই শেষ না। বেশিরভাগ এমনই বলেছিলেন, তৃপ্তির সাহসী মনোভাব তাঁর অবস্থা মল্লিকা শেরওয়াতের মত পরিস্থিতি না সৃষ্টি করে। কিন্তু এবছর তিনি থেমে থাকেননি। বরং আরও দুই সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন। অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে 'বিকি ঔর বিদ্যা কা ওঃ ভিডিও' এবং কার্তিক আরিয়ানের সঙ্গে 'ভুল ভুলাইয়া ৩' ছবিতে তাঁকে দেখা গিয়েছিল।
এদিকে, তৃপ্তি ছিনিয়ে নিয়েছেন সুপারস্টারদের চেনা জায়গা। IMDB এর প্রথমে তৃপ্তি, দ্বিতীয় স্থানে দীপিকা পাড়ুকোন। এছাড়াও সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান, ঐশ্বর্য রাই এবং অনেকেই।