Tripti Dimri Out From Aashiqui 3: তৃপ্তি দিমরি আর অ্যানিমাল যেন একে অপরের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয় গিয়েছে। এই ছবিতে 'বোল্ড' দৃশ্যে অভিনয় করে ঝড় তুলেছিলেন তৃপ্তি। অ্যানিমালে তৃপ্তির উষ্ণতার হাতছানিতে একেবারে কাবু দর্শক। এরপরই ব্যাড নিউজে ভিকি কৌশলের সঙ্গে সিলভার স্ক্রিনে আগুন লাগিয়েছিলেন তৃপ্তি।
বলা ভাল তৃপ্তির নেশায় 'তৃপ্ত' আপামর দর্শক। বড় পর্দায় খোলামেলা পোশাক আর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্যই হাতছাড়া হল আশিকি ৩! ভুলভুলাইয়া ৩-এর কো-স্টার কার্তিক আরিয়ানের সঙ্গে আরও একবার দেখা যাবে তৃপ্তিকে। গত বছর এমনটাই ঘোষণা করা হয়েছিল। কিন্তু, লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, আশিকি ৩-তে থাকছেন না তৃপ্তি দিমরি। নির্মাতারা এই ছবির জন্য ইনোসেন্ট মুখের খোঁজে রয়েছেন।
Mid-Day-এর প্রকাশিত খবর অনুযায়ী, আশিকি ৩-এর জন্য তৃপ্তিকে আর চাইছেন না ছবির নির্মাতারা। সিদ্ধান্ত বদল করেছেন তাঁরা। এই ছবির জন্য ইনোসেন্ট মুখ চাইছেন আশিকি ৩ ছবির নির্মাতারা। একটা সময় বড় পর্দায় উদ্দাম রোম্যান্সের জন্য খবরে ছিলেন তৃপ্তি। সেই নিয়ে বিস্তর চর্চাও হয়েছে। খুব শীঘ্রই শুরু হবে আশিকি ৩-র শ্যুটিং।
সূত্রের খবর, শ্যুটিং বিলম্বিত হচ্ছে বলে তৃপ্তি নিজেই এই ছবি থেকে সরে এসেছেন। জানা যাচ্ছে, আশিকি ৩-এর লুক টেস্টর পরই নির্মাতারা মনে করছেন এই ছবির দর্শক তৃপ্তিতে মোটেই তৃপ্ত হবেন না। অ্যানিমালের পর তৃপ্তির যে ইমেজ তৈরি হয়েছে সেটার জন্যই আশিকি ৩-থেকে একপ্রকার সরে যেতে হচ্ছে বলেই সূত্রের খবর।
প্রসঙ্গত, মিষ্টি প্রেমের আদলে তৈরি গল্প আশিকি বা আশিকি ২। পরবর্তী ভাগেও থাকবে সেই প্রেমকাহিনিই। আর এই চরিত্রের জন্য তৃপ্তি পারফেক্ট চয়েজ হবে না বলেই মনে করছেন আশিকি ৩-র নির্মাতারা। আরও একটি বিষয় নজরে এসেছে নির্মাতাদের।
তাঁদের মতে অ্যানিমালের পর তৃপ্তি অভিনীত আর কোনও ছবি ব্লকবাস্টার মুভির তকমা পায়নি। তবে তৃপ্তি আশিকি ৩ থেকে বাদ পড়েছেন না নিজেই সরে গিয়েছেন এই প্রসঙ্গে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
তবে বিটাউনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে বিভিন্ন রকমের খবর। কেউ বলছেন, শ্যুটিং দেরি হচ্ছে বলে তৃপ্তি অপেক্ষা করতে চাইছেন না। অন্যদিকে আবার শোনা যাচ্ছে নির্মাতারা নতুন মুখ চাইছেন। যখন তৃপ্তিকে কাস্ট করানোর কথা ভেবেছিলেন তখন তিনি নতুন ছিলেন।
শ্যুটিংয়ে বিলম্বের মাঝে দুটি ছবিতে অভিনয় করে ফেলেছেন। ২০২৪-এর মার্চে ভূষণ কুমার আশিকি ৩-এর ঘোষণা করেছিলেন। এরপর নভেম্বরে শোনা যায় আশিকি ৩-তে অভিনয় করবেন কার্তিক আরিয়ান। অনুরাগ বসুর নির্দেশনায় তৈরি হবে আশিকি ৩।