লাফিয়ে বাড়ছে ফলোয়ার, একটি দৃশ্যই তৃপ্তির সাফল্যের কারণ? অভিনেত্রী বললেন...

অভিনয় করেছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে, কিন্তু জনপ্রিয়তা অ্যানিম্যাল ছবিতে...

অভিনয় করেছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে, কিন্তু জনপ্রিয়তা অ্যানিম্যাল ছবিতে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Tripti dimri shared her feelings on animal the movie

তৃপ্তি

অভিনয় তো অনেকেই করেন কিন্তু, সফলতা কজন পান? অন্তত, তৃপ্তি দিমরি প্রমাণ করলেন দর্শকদের মন কী করে পাওয়া যায়! ঠিক তাই...

Advertisment

এর আগে তিনি কাজ করেছেন, বহু গুরুত্বপূর্ন চরিত্র উপহার দিয়েছেন। নাম না করলেই নয়, বুলবুল এবং কালার মত সিরিজের। কিন্তু, তার পরিচিতি এবং জনপ্রিয়তা তুঙ্গে অ্যানিম্যাল ছবিতে অভিনয় করার পর। তথাকথিত, মিমের ভাষায় ব্যাখ্যা করতে তাঁকে সাইড চিক, ফান পার্টনার এসব তকমা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তাঁর বেশ কয়েকটি দৃশ্য।

রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ - নগ্ন দৃশ্যে অভিনয়। রাতারাতি তাঁর ফলোয়ার বাড়িয়ে দিয়েছে। ছয় লক্ষ থেকে ৩.২ মিলিয়ন, ভয়ঙ্কর হারে তার ফলোয়ার সংখ্যা বেড়েছে। এবং তাঁর একটাই কারণ, ভীষণ সাহসী দৃশ্যে তাঁর অভিনয়। তৃপ্তি এবং রণবীরের সিকোয়েন্স মন দিয়ে দেখেছেন সকলে। আর আজ, নিজের সফলতার সেলিব্রেশনে কী লিখলেন তৃপ্তি?

Advertisment

অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় কেক কেটে দুটি সাফল্য উদযাপন করলেন। এক, অ্যানিম্যাল ছবির সাফল্য। এবং দুই, ইনস্টাগ্রামে তিন মিলিয়ন ফলোয়ার। অভিনেত্রী আনন্দ উদযাপন করলেন, হাসতে হাসতে। তিনি লিখছেন...

সম্মান এবং শ্রদ্ধায় মন আজ ভোরে উঠেছে। ভালবাসায় পূর্ন আজ হৃদয়। সকলকে ধন্যবাদ, যারা আমায় এত সাপোর্ট করছেন, যারা আমায় ভালোবাসছেন। অভিনেত্রী, জীবনের অন্যতম সুখের মুহূর্ত দিয়ে যাচ্ছেন এখন। তার চরিত্র নিয়ে আলোচনা কম হচ্ছে না। জনপ্রিয়তা অনুভব করছেন তিনি।

bollywood tollywood Entertainment News Tripti Dimri