তৃতীয় অধ্যায় ছবির ফার্স্ট লুক প্রকাশিত, তৃতীয়বার জুটি বাঁধলেন আবির-পাওলি

তৃতীয় অধ্যায় ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। কাকতালীয় হলেও, আবির চট্টোপাধ্যায় ও পাওলি দাম জুড়ির এটি তৃতীয় ছবি। মনোজ মিশিগানের পরিচালনায় এই নিয়ে দ্বিতীয়বার অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়।

তৃতীয় অধ্যায় ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। কাকতালীয় হলেও, আবির চট্টোপাধ্যায় ও পাওলি দাম জুড়ির এটি তৃতীয় ছবি। মনোজ মিশিগানের পরিচালনায় এই নিয়ে দ্বিতীয়বার অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তৃতীয় অধ্যায়ের ফার্স্ট লুক

ছবির নাম তৃতীয় অধ্যায়। কাকতালীয় হলেও, আবির চট্টোপাধ্যায় ও পাওলি দাম জুড়ির এটি তৃতীয় ছবি। কোনও একটি নির্দিষ্ট সময়ে হঠাৎ সৃষ্টি হওয়া কোনও এক পরিস্থিতির চাপে, মনের গহীনে লুকিয়ে থাকা অনেক কথাই বেরিয়ে পড়ে। এইরকম এক ভাবনাতে ভর করেই তৈরি এই রোম্যান্টিক থ্রিলার ছবি।

Advertisment

publive-image

তৃতীয় অধ্যায় ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। মাত্র ৬ মাসেই শেষ হয়েছে এই ছবির শ্যুটিং। শেষ হয়েছে ছবির ডাবিংও। পোস্ট প্রোডাকশনের  বাকি কাজ শেষ হলেই মুক্তির জন্য প্রস্তুত হয়ে যাবে তৃতীয় অধ্যায়। মনোজ মিশিগানের পরিচালনায় এই নিয়ে দ্বিতীয়বার অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়। মনোজের পরিচালনায় এর আগে আমি জয় চ্যাটার্জি ছবিতে অভিনয় করেছেন আবির।

Advertisment

পাওলির সঙ্গে এই নিয়ে হ্যাট্রিক আবিরের। এর আগে মৈনাক ভৌমিকের পরিচালনায় বেডরুম ও উজ্জ্বল চট্টোপাধ্যায়ের পরিচালনায় হোয়াইট মিসচিফ ছবিতে দুজনকে একসঙ্গে দেখা গেছে।

publive-image ডাবিংয়ে আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম ও পরিচালক মনোজ মিশিগান

তৃতীয় অধ্যায় সমাপ্তির পথে। তবে প্রকাশকাল এখনও অজানা। টলিপাড়ার খবর হল, মুক্তির মনোমত দিন এখনও খুঁজে পাওয়া যায়নি। তেমন ঠিকঠাক দিন পাওয়া গেলেই ঘোষণা হবে কবে প্রকাশিত হবে তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠাগুলি।

paoli dam Tritio Adhyay Abir Chatterjee