Advertisment

আবির-পাওলি জুটি এবার দাদাসাহেব ফালকের মঞ্চে

দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নির্বাচিত হয়েছে তৃতীয় অধ্যায়। দাদা সাহেব ফালকের জন্মদিন উপলক্ষে আয়োজিত হয় এই চলচ্চিত্র উৎসবের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নির্বাচিত হয়েছে তৃতীয় অধ্যায়

প্রায় সাত বছর পর একসঙ্গে জুটি বেঁধেছেন তারা। আবির চট্টোপাধ্যায় ও পাওলি দাম জুটির এটি তৃতীয় ছবি। মৈনাক ভৌমিকের পরিচালনায় 'বেডরুম' ও উজ্জ্বল চট্টোপাধ্যায়ের পরিচালনায় 'হোয়াইট মিসচিফ' ছবিতে দুজনকে একসঙ্গে দেখা গেছে। মনোজ মিশিগানের ছবি 'তৃতীয় অধ্যায়ে' একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। থ্রিলার হলেও ছবিটিতে আবির-পাওলির রোমান্টিক সম্পর্কের সমীকরণ রয়েছে।

Advertisment

একথা এতদিনে অনেকেই জানেন। কিন্তু যেটা অজানা তা হল দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নির্বাচিত হয়েছে 'তৃতীয় অধ্যায়'। দাদাসাহেব ফালকের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত হয় এই চলচ্চিত্র উৎসব। এবার ন'বছরে পা রাখল দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল।

আরও পড়ুন, ”সমালোচনা এখন প্রায় পার্ট টাইম চাকরির মতো”

সম্পর্কের জটিলতা ঘিরে রহস্যের চিত্রনাট্যই বুনেছেন পরিচালক। কোনও একটি নির্দিষ্ট সময়ে হঠাৎ সৃষ্টি হওয়া কোনও এক পরিস্থিতির চাপে, মনের গহীনে লুকিয়ে থাকা অনেক কথাই বেরিয়ে পড়ে। এইরকম এক ভাবনাতে ভর করেই তৈরি এই রোম্যান্টিক থ্রিলার। ছবির বেশিরভাগটারই শুটিং হয়েছে দেওঘরে। মাত্র ছ'মাসেই শেষ হয়েছে শুটিং। পাওলি নিজে টুইট করে বলেছেন, ভালবাসার মাসেই শহরে মুক্তি পাচ্ছে এই ছবি। তবে তার আগে ডিসেম্বর দুবাইয়ের ‘বঙ্গপ্রবাসী মিলাপ’-এ দেখানো হয়েছে এই ছবি।

প্রসঙ্গত, গত বছর 'অন্দরকাহিনি' ছবির জন্য এই পুরস্কার জিতেছিলেন প্রিয়াঙ্কা সরকার। দাদাসাহেব ফালকে ফিল্ম ফেষ্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হন তিনি। এবার 'তৃতীয় অধ্যায়ের' ভাগ্যে শিকে ছেঁড়ে কিনা তারই অপেক্ষায় রয়েছেন সিনে প্রেমীরা।

paoli dam Abir Chatterjee
Advertisment