/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/feature-tritiyo-adhay.jpg)
আবির-পাওলির রোমান্টিক সম্পর্কের সমীকরণ
প্রায় সাত বছর পর একসঙ্গে জুটি বাঁধছেন তারা। বেডরুম ছবিতে শেষ একসসঙ্গে দেখা গিয়েছিল। আবির চট্টোপাধ্যায় ও পাওলি দামের কথা বলছি। আবির চট্টোপাধ্যায় ও পাওলি দাম জুড়ির এটি তৃতীয় ছবি।মৈনাক ভৌমিকের পরিচালনায় বেডরুম ও উজ্জ্বল চট্টোপাধ্যায়ের পরিচালনায় হোয়াইট মিসচিফ ছবিতে দুজনকে একসঙ্গে দেখা গেছে। মনোজ মিশিগানের ছবি তৃতীয় অধ্যায়ে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। প্রকাশিত হল তৃতীয় অধ্যায় ছবির মোশন পোস্টার। থ্রিলার হলেও ছবিটিতে আবির-পাওলির রোমান্টিক সম্পর্কের সমীকরণ রয়েছে।
Here goes the motion poster of #TritiyoAdhyay by @michiganframe with @paoli_d releasing next February..@PushprekhaIntpic.twitter.com/xVTrpMs3aI
— Abir Chatterjee (@itsmeabir) November 26, 2018
মোশন পোস্টারে আবিরকে বলতে শোনা যায়, এটা কেবলমাত্র লাভস্টোরি নয়। পোস্টারে দেখা যাচ্ছে পাওলির দিকে বন্দুক তাক করে রয়েছেন আবির। নিজেই টুইটারে শেয়ার করেছেন এই পোস্টার। সম্পর্কের জটিলতা ঘিরে রহস্যের চিত্রনাট্যই বুনেছেন পরিচালক। কোনও একটি নির্দিষ্ট সময়ে হঠাৎ সৃষ্টি হওয়া কোনও এক পরিস্থিতির চাপে, মনের গহীনে লুকিয়ে থাকা অনেক কথাই বেরিয়ে পড়ে। এইরকম এক ভাবনাতে ভর করেই তৈরি এই রোম্যান্টিক থ্রিলার ছবি।
আরও পড়ুন, বিসর্জনের পরেই তো ‘বিজয়া’, মুক্তি পেল পোস্টার
#TritiyoAdhyay , my next, a romantic thriller releasing in the month of love, February! Stay tuned!@itsmeabir@michiganframe@PushprekhaInt@DecalogueMgmtpic.twitter.com/IxrjC8OlWY
— Paoli (@paoli_d) November 27, 2018
ছবির বেশিরভাগটারই শুটিং হয়েছে দেওঘরে। মাত্র ৬ মাসেই শেষ হয়েছে এই ছবির শ্যুটিং। পাওলি নিজে টুইট করে বলেছেন, ভালবাসার মাসেই শহরে মুক্তি পাচ্ছে এই ছবি। তবে তার আগে ডিসেম্বর দুবাইয়ের 'বঙ্গপ্রবাসী মিলাপ'-এ দেখানো হবে এই ছবি।