প্রথম ‘কৃষ্ণকলি’, দ্বিতীয় ‘করুণাময়ী রাণী রাসমণি’, ফের জমছে মেগার লড়াই

এই সপ্তাহের সেরা দশ তালিকায় অনেকটা পিছিয়ে পড়েছে রাণী রাসমণি, তবে এগিয়ে এল ‘জয় বাবা লোকনাথ’ ও ‘আলো ছায়া’।

এই সপ্তাহের সেরা দশ তালিকায় অনেকটা পিছিয়ে পড়েছে রাণী রাসমণি, তবে এগিয়ে এল ‘জয় বাবা লোকনাথ’ ও ‘আলো ছায়া’।

author-image
IE Bangla Web Desk
New Update
bengali serial trp

ছবি: সোশাল মিডিয়া থেকে সংগৃহীত

সপ্তাহ দুই অতিক্রান্ত। দর্শকদের প্রিয় ধারাবাহিকগুলি ফের একবার ভিড় জমিয়েছে ড্রয়িংরুংমে। লড়াইটাও মন্দ হচ্ছে না। তবে রাণী রাসমণিকে পিছনে ফেলে খুব সামান্য ব্যবধানে এগিয়ে গেল কৃষ্ণকলি। লকডাউনের আগে পর্যন্ত প্রথম ছিলেন রাণীমা। তবে লকডাউনের পরের চিত্রটা একটু অন্যরকম। কোভিড ১৯ এর প্রভাবে ধারাবাহিকেও 'নতুন নর্ম্যাল' শুরু হয়েছে, একথা বলাই বাহুল্য।

Advertisment

খুব কম ব্যবধানে হলেও বাজিমাত কৃষ্ণকলির। রাণীমাকে ছাপিয়ে তো গেল মত নেটিজেনদের। কৃষ্ণকলির রেটিং অনেকটাই এগিয়ে। কেন দৌড়ে পিছিয়ে পড়েছেন করুণাময়ী রাণী রাসমণি? রিপোর্ট অনুযায়ী, ‘জয় বাবা লোকনাথ’ ও ‘আলো ছায়া’ তৃতীয় স্থানে, এবং চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে 'ত্রিনয়নী' ও 'ফিরকি'।

আরও পড়ুন: বর্ষার এইসব গান মানেই নস্টালজিয়া আর খিচুড়ি-আলুভাজা

Advertisment

একটানা দুবছর দর্শকদের মনোরঞ্জন করছে কৃষ্ণকলি। পুরোদমে শুরু হয়েছে ধারাবাহিকের শুটিং। ব্যস্ত দিতিপ্রিয়াও। যদিও পরীক্ষা পিছিয়ে যাওয়ায় কিছুটা হাঁফ ছেড়ে বেঁচেছেন রাণীমা। নয় তো সারাক্ষণ শুটিংয়ের ফাঁকে পড়ার বইয়ে মনোনিবেশ করতে হতো। সমস্ত বিধি নিষেধ মেনেই চলছে শুটিং।

করুণাময়ী রাণী রাসমণি-র সেট থেকে ভাইরালও হয়েছিল দিতিপ্রিয়ার ছবি। শটের ফাঁকে সে স্যানিটাইজ করছে হাত-পা। প্রত্যেকটা ফ্লোরে মাস্ক পরে কাজ করছেন সকলে। কোভিড ইস্যুকেও পর্দায় তুলে এনেছেন চিত্রনাট্যকার। দূরত্ব বজায় রেখে শুটিং করার এটাই ব্রহ্মাস্ত্র কিনা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bengali Television