New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/serial-TRP-feature.jpg)
কৃষ্ণকলিই টিআরপির নিরিখে প্রথমে।
টিআরপির নিরিখে এ সপ্তাহে রাসমণির চেয়ে সামান্য এগিয়ে 'কৃষ্ণকলি'। তারপরেই রয়েছে 'লোকনাথ'। যদিও এই ধারাবাহিক বন্ধ হয়ে যাবে, এমনটাই শোনা যাচ্ছে।
কৃষ্ণকলিই টিআরপির নিরিখে প্রথমে।
টিআরপি রেটিংই নির্ধারণ করে ধারাবাহিকের আগামী। জনপ্রিয়তার নিরিখে প্রথম, দ্বিতীয়র বিচার হয়। সবটাই নির্ভর করে দর্শকের ভাললাগার উপর। কোন ধারাবাহিকের কোন ফর্মুলা যে কোন সপ্তাহে লেগে যাবে তা আন্দাজ করা বড় দায়। গত সপ্তাহে 'কৃষ্ণকলি' ও 'রাসমণি' টিআরপির শীর্ষে ছিল। এবারে অঙ্কটা একটু কমলেও শীর্ষ তালিকার কোনও হেরফের হয়নি। 'কৃষ্ণকলি' ফের টিআরপির নিরিখে প্রথম। তারপরেই রয়েছে ‘করুণাময়ী রানি রাসমণি’।
ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন তিয়াষা। 'কৃষ্ণকলি'র প্রযোজক সুশান্ত দাস সিরিয়ালের চিত্রনাট্যকারও বটে। সমাজ এগিয়ে গিয়েছে, তবুও গায়ের রঙের ভিত্তিতে ভেদাভেদের প্রশ্ন বারবার ওঠে। বিশেষত মেয়েদের ক্ষেত্রে তো নিশ্চয়ই। এখানেও 'শ্যামা'-র জার্নি দেখানো হয়েছে। নিজের লড়াই চালিয়ে যাচ্ছে সে।
আরও পড়ুন, ক্ষ্যাপা আর চিংড়ির ভবিষ্যৎ অন্ধকার? কী বলছে সিরিজের দ্বিতীয় সিজন?
অন্যদিকে 'করুণাময়ী রানি রাসমণি'-র জনপ্রিয়তার কথা আলাদা করে বলে দিতে হবে না। কালীপুজোর দিন দক্ষিণেশ্বরের মন্দিরে পর্যন্ত 'রাসমণি'-র ভিডিও ক্লিপ চলেছিল। শিবাশিস বন্দ্যোপাধ্যায় এই ধারাবাহিকের গবেষক। রাসমণির ভূমিকায় দেখা যায় দিতিপ্রিয়াকে।
তবে টিআরপির নিরিখে এ সপ্তাহে 'রাসমণি'-র চেয়ে সামান্য এগিয়ে 'কৃষ্ণকলি'। তারপরেই রয়েছে 'লোকনাথ'। যদিও এই ধারাবাহিক বন্ধ হয়ে যাবে, এমনটাই শোনা যাচ্ছে। লোকনাথের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে 'সা রে গা মা পা'। এরপরেই আসছে 'বকুল কথা' ও 'জয়ী'।