Manmohan Singh Death-Bollywood: 'রাজনীতির রত্ন চলে গেল...', প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকাতুর সানি-দিলজিৎ

True Leader manmohan passed away: প্রাক্তন প্রধানমন্ত্রী মানুষ হিসেবে এতটা ভাল ছিলেন, যে তাঁকে পছন্দ করেন না এমন মানুষ খুব কম। তাঁর প্রয়াণে শোকে আচ্ছন্ন বলিপাড়া লিখছেন নানা কথা।

True Leader manmohan passed away: প্রাক্তন প্রধানমন্ত্রী মানুষ হিসেবে এতটা ভাল ছিলেন, যে তাঁকে পছন্দ করেন না এমন মানুষ খুব কম। তাঁর প্রয়াণে শোকে আচ্ছন্ন বলিপাড়া লিখছেন নানা কথা।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
manmohan singh death

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী, শোকে আচ্ছন্ন বলিউড... Photograph: (ফাইল চিত্র )

প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। একজন ট্রু পায়নিয়ার, একজন অত্যন্ত নিদারুণ অর্থনীতিবিদ, তাঁর থেকেও বড় কথা, একজন অত্যন্ত ভাল মানুষ, এমন জেন্টেলম্যান রাজনীতির বুকে খুবই বিরল। তাঁর প্রয়াণে শোকাহত বলিউড।

Advertisment

প্রাক্তন প্রধানমন্ত্রী মানুষ হিসেবে এতটা ভাল ছিলেন, যে তাঁকে পছন্দ করেন না এমন মানুষ খুব কম। তাঁর প্রয়াণে শোকে আচ্ছন্ন বলিপাড়া লিখছেন নানা কথা। অনুষ্কা শর্মা লিখেছেন, শান্তিতে থাকুন ড মনমোহন সিং। অন্যদিকে, সানি দেওল লিখছেন, আমি গভীরভাবে শোকাহত মনমোহন সাহেবের মৃত্যুতে। তিনি ভারতের অর্থনৈতিক উন্নয়নের কান্ডারী ছিলেন। তাঁর উদ্দেশ্য, উদ্যোগ সর্বদা ভারত মনে রাখবে।

Advertisment

আরেক পাঞ্জাবি, যিনি সারাদেশকে বিখ্যাত করছেন আন্তর্জাতিক স্তরে সেই মানুষটিও তাঁর প্রয়াণে শোকাহত। দিলজিত দোশঞ্জ, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লিখলেন, আহ! ওহেগুরু...। সদ্য পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রবিনা প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লিখছেন, এর থেকে দুঃখের কিছু হয় না। বাদ পড়েননি ধর্মেন্দ্র নিজেও। তিনি লিখছেন...

"বন্ধুরা, আমি আজ খুব শোকাতুর। কারণ, আমাদের সম্মানীয় মনমোহন সিং সারাজীবনের মত আমাদের ছেড়ে চলে গিয়েছেন। উনি আমার খুব কাছের ছিলেন। আমায় খুব পছন্দ করতেন।" সঙ্গীত শিল্পী শঙ্কর মহাদেবন লিখছেন, "একজন ট্রু লিডার, এবং একজন অসাধারণ মানুষ, শান্তিতে থাকুন।" আরেক শিল্পী গুরু রাঁধাওয়া লিখছেন, "ঈশ্বর তাঁর চরণে আপনাকে ঠাঁই দিক।"

উল্লেখ্য, গতকাল রাত ৯টা ৫১মিনিটে তিনি ইহলোক ত্যাগ করেন। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। তারপর শারীরিক অবস্থার অবনতি হয়। এবং একজন ভালবাসার রাজনীতিবিদ হয়ে তিনি পাড়ি দিলেন পরপারে।

bollywood Sunny Deol Diljit Dosanjh Bollywood Actor Manmohan Singh Manmohan Singh passes away