Advertisment

‘আসমানি ভোর’-এ পার্নো-কৌশিকের সাদামাটা প্রেম

খুনসুটি, রোমান্সেই ‘তুঝ সঙ্গ বাঁধি ডোর’। 'ধর্মযুদ্ধ'-এর নতুন গানে এভাবেই ঝড় তুললেন পার্নো-কৌশিক। হিজাবে মাথা ঢেকে গলায় কালো তাবিজ পড়ে ডি-গ্ল্যাম লুকে অভিনেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Dharmajuddha

'ধর্মযুদ্ধ'-এর নতুন গানে ঝড় তুললেন পার্নো-কৌশিক।

মফঃস্বলের মুসলিম মেয়ে প্রেমে পড়ে হিন্দু ছেলের। মাঠ-ঘাট পেরিয়ে শহরে লুকিয়ে প্রেম। সবটাই সবার অলক্ষ্যে। খুনসুটি, রোমান্সেই ‘তুঝ সঙ্গ বাঁধি ডোর’। 'ধর্মযুদ্ধ'-এর নতুন গানে এভাবেই ঝড় তুললেন পার্নো-কৌশিক। হিজাবে মাথা ঢেকে গলায় কালো তাবিজ পড়ে ডি-গ্ল্যাম লুকে অভিনেত্রী।

Advertisment

গ্রাম্য ছোঁয়া কৌশিকের চেহারাতেও। পথ-ঘাটে এভাবেই একে অপরের হাত ধরে ভালবাসার বন্ধনে ভাসলেন দু'জনে। সঙ্গীতপরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর সুরে ‘তুঝ সঙ্গ বাঁধি ডোর’-গানটি গেয়েছে দেব অরিজিৎ, কথা ঋতম সেনের। বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকার ছবি পরিচালক তুলে ধরেছেন 'ধর্মযুদ্ধ'-এ।

আরও পড়ুন, অন্নপ্রাশনেই প্রথমবার প্রকাশ্যে এল কনীনিকার মেয়ের ছবি

ছবির পাঁচটি চরিত্রের নাম জবর, রাঘব, শবনম, আম্মি ও মুন্নি। সোহম রয়েছেন জবরের ভূমিকায়। রাঘবের চরিত্রে দেখা যাবে ঋত্বিককে এবং পার্নোর চরিচত্রের নাম শবনম। আম্মার- ভূমিকায় অভিনয় করেছেন স্বাতীলেখা সেনগুপ্ত।

আরও পড়ুন, রিভিউ: ব্যোমকেশ-সাহিত্যের মনোজ্ঞ নবনির্মাণ সিরিজের সিজন ৫

জাত-পাতের বিচারে ভেদাভেদের রাজনীতি, সাম্প্রদায়িকতা  অজান্তেই মানুষের যাপনের সঙ্গী হয়ে গিয়েছে। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ধর্মান্ধতার স্বীকার মানুষ। প্রেম-ভালবাসা সবটাই বিচার্য ধর্মের নিরিখে। এর অন্যথা হলে একে অপরের রক্তের পিপাসু হতেও সময় লাগছে কই! এমনই টুকরো বাস্তবের ছবিকে চিত্রনাট্যের রূপ দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী।

‘ধর্মযুদ্ধ’-এর চিত্রনাট্য, সংলাপ সবটাই পদ্মনাভ দাশগুপ্তের লেখা। কামব্যাক ছবিতে ছক্কা হাঁকানোর পর ফের ময়দানে নামতে প্রস্তুত রাজ-শুভশ্রী। প্রথমে ‘হে গর্ভধারিণী’-র নাম থাকলেও পরে পরিবর্তন হয়েই ‘ধর্মযুদ্ধ’ হয়েছে। আদ্যোপান্ত পলিটিক্যাল ড্রামা মুক্তি পাবে এ বছরই।

tollywood Bengali Cinema Subhasree Ganguly
Advertisment