/indian-express-bangla/media/media_files/2025/06/10/hgmtz4fYudZsIVeOCOGc.jpg)
চলে গেলেন কিংবদন্তি...
এএফপি ও অন্যান্য ফরাসি গণমাধ্যমের খবর অনুযায়ী, যুদ্ধোত্তর ইতালীয় সিনেমার ঝলমলে প্রতীক, ক্লডিয়া কার্ডিনালে ৮৭ বছর বয়সে প্রয়াত। দীর্ঘ ও বৈচিত্র্যময় চলচ্চিত্র ও নাট্যজীবনের অধিকারিণী এই অভিনেত্রী ইউরোপীয় ও হলিউড- দুই ধারার সিনেমাতেই সমান সাফল্য অর্জন করেছিলেন।
টিউনিসিয়ায় সিসিলীয় বংশোদ্ভূত এক পরিবারে বেড়ে ওঠা কার্ডিনালের, সিনেমাজগতে প্রবেশ ঘটে ১৯৫৭ সালে। তিনি টিউনিসে এক সৌন্দর্য প্রতিযোগিতায় জিতে, পুরস্কারস্বরূপ ভেনিস চলচ্চিত্র উৎসবে যাওয়ার সুযোগ পান। শৈশবে সিসিলীয় উপভাষায় বড় হওয়া এবং ফরাসি ভাষার স্কুলে পড়াশোনার কারণে প্রথম ইতালীয় ছবিতে তাঁর কণ্ঠ ডাব করতে হয়েছিল।
ক্যারিয়ারের শুরুর দিকেই তিনি ব্যক্তিগত সংকটে পড়েন। এক আপত্তিকর সম্পর্কের ফলে তিনি গোপনে গর্ভবতী হন এবং ১৯৫৮ সালে লন্ডনে ছেলে প্যাট্রিকের জন্ম দেন। কয়েক বছর ধরে তাঁর পরিবার, তাকে ছোট ভাই হিসেবে লালনপালন করে।
কিছু ছোট চরিত্রের পর ১৯৬৩ সালে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। ওই বছরই তিনি ফেডেরিকো ফেলিনির “8 ½” ও লুচিনো ভিসকন্টির “দ্য লেপার্ড”-এ অভিনয় করেন। একই সময়ে দুই ছবির শুটিংয়ের জন্য তাঁকে ভিন্ন ভিন্ন চুলের রঙ রাখতে হয়েছিল। ২০১৩ সালে দ্য গার্ডিয়ান-কে দেওয়া সাক্ষাৎকারে কার্ডিনালে ফেলিনি ও ভিসকন্টির কাজের ধরন তুলনা করে বলেন, "ফেলিনি শব্দ ছাড়া শুট করতে পারতেন না, আর ভিসকন্টি ঠিক উল্টো- থিয়েটারের মতো নীরবতা চাইতেন, আমরা একটি কথাও বলতে পারতাম না।"
/indian-express-bangla/media/post_attachments/2025/09/Claudia-Cardinale-death-832799.jpg?w=640)
এই সাফল্য হলিউডের দরজা খুলে দেয়। তিনি ১৯৬৮ সালে ব্লেক এডওয়ার্ডস পরিচালিত কমেডি 'দ্য পিঙ্ক প্যান্থার' এবং একই বছরে সার্জিও লিওনের ক্লাসিক ওয়েস্টার্ন 'ওয়ান্স আপন আ টাইম ইন দ্য ওয়েস্ট'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।
লিভারের ক্রনিক রোগ কেড়ে নেয় প্রাণ, মাত্র ৫১-তে চলে জান না ফেরার দেশে, চেনেন এই সুরকারকে?
তবে ১৯৭০-এর দশকে ব্যক্তিগত জীবনের অস্থিরতা তাঁর কর্মজীবনে ভাটা আনে। প্রযোজক ফ্রাঙ্কো ক্রিস্টালডির সঙ্গে বিচ্ছেদের পর, তিনি চলচ্চিত্র নির্মাতা পাসকুয়েল স্কুইটিয়েরির সঙ্গে দীর্ঘ সম্পর্কে জড়িয়ে পড়েন। তাদের একটি কন্যা হয়, নাম ক্লডিয়া। ক্রিস্টালডি তখন ইতালীয় চলচ্চিত্র জগতের প্রভাবশালী ব্যক্তিদের, কার্ডিনালেকে দূরে রাখতে প্ররোচিত করেন। এমনকি ভিসকন্টি ১৯৭৬ সালের শেষ ছবি 'দ্য ইনোসেন্ট'-এর জন্য তাঁকে কাস্ট করেননি। কার্ডিনাল পরে বলেন, "এটা ছিল অত্যন্ত কঠিন সময়। আমি একদিন হঠাৎ দেখলাম আমার ব্যাংক অ্যাকাউন্টে এক পয়সাও নেই।"
অবশেষে ফ্রাঙ্কো জেফিরেলি তাঁকে ১৯৭৭ সালের টেলিভিশন মিনি-সিরিজ 'জেসাস অফ নাজারেথ'-এ অভিনয়ের সুযোগ দেন। এরপর তিনি ওয়ার্নার হার্জগ, মার্কো বেলোচিওসহ নানা ইউরোপীয় পরিচালকের সঙ্গে কাজ চালিয়ে যান। হাস্কি স্বরের চেইন-স্মোকার কার্ডিনালে ছিলেন তীব্র স্বাধীনচেতা ও মুক্ত মনের মানুষ। তিনি একবার মিনি-স্কার্ট পরে, পোপ পল ( ষষ্ঠের ) সঙ্গে দেখা করতে গিয়ে ভ্যাটিকান প্রোটোকলও ভেঙেছিলেন- যা আজও তাঁর সাহসী ব্যক্তিত্বের নিদর্শন হয়ে আছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us