Tusshar Kapoor: দত্তক নেওয়ায় আপত্তি! অগত্যা নিজের সন্তানকে জন্ম দিতেই মাস দুয়েক যা করলেন অবিবাহিত তুষার কাপুর

Tusshar Kapoor news: দত্তক নেব কেন? নিজের বাচ্চা কেন নয়...বিয়ের আগে বাবা হতেই প্রশ্ন তোলেন অভিনেতা

Tusshar Kapoor news: দত্তক নেব কেন? নিজের বাচ্চা কেন নয়...বিয়ের আগে বাবা হতেই প্রশ্ন তোলেন অভিনেতা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Tusshar Kapoor shared why he didn't want to adopt a child bollywood entertainment news

Tusshar kapoor Bollywood: কী বলছেন তুষার?

অভিনেতা তুষার কাপুর, যাকে কিনা এর আগে তাঁর সন্তানকে নিয়ে কোনও কথা বলতে দেখা যায়নি, এবার সেই প্রসঙ্গে তিনি নানান কিছু জানিয়েছেন। বিয়ে না করেই সন্তানের বাবা হয়েছেন তিনি। কিন্তু অন্য ভাবনা কি একবারও মনে আসেনি?

Advertisment

করিনা কাপুরের কাছেই নিজের মনের কথা সোজাসুজি জানালেন তিনি। অভিনয়ের দিক দিয়ে খুব একটা সাফল্য তিনি পাননি। তবে, জীবনে সন্তানের সিদ্ধান্ত নিতে খুব একটা দেরি করেননি তিনি। এমনকি এও জানিয়েছিলেন, বিয়ের জন্য অপেক্ষা করতে পারবেন কিন্তু বাবা হওয়ার জন্য অপেক্ষা করতে পারবেন না।

অভিনেতা, তুষার কাপুর নিজের মনের ইচ্ছে ব্যক্ত করেই জানান, দত্তক নেওয়ার কোনও ইচ্ছে ছিল না। বরং, নিজের বাচ্চাই তিনি পেতে চেয়েছিলেন। অভিনেতার বয়স হয়ে গেলে আর নিজের বাচ্চা জন্ম দিতে পারবেন কিনা সেই সন্দেহ দানা বেঁধেছিল মনে। শুধু তাই নয়, কারওর কথা কানে নেননি।

Advertisment

আরও পড়ুন - Shah Rukh Khan: দলীয় পতাকা নিজে হাতে কুড়লেন শাহরুখ! হৃদয়-ছুঁয়ে যাওয়া দৃশ্যে মন ভাঙল অনুরাগীদের…

বললেন, অনেকেই বলেছিল দত্তক নিয়ে নাও। কিন্তু কেন, সবাই যদি নিজের বাচ্চা জন্ম দিতে পারে তাহলে আমি কেন না। দুই তিনমাস অনেক ভেবেছি। তারপর প্রোসেস শুরু করলাম। ভাবলাম, বিয়ে করার জন্য সারাজীবন অপেক্ষা করতে পারি। কিন্তু বাচ্চার জন্য না। ওর সঙ্গে খেলতে হবে। আমার যখন বয়স বেড়ে যাবে যদি সেই সক্ষমতা না থাকে? এতসব ভেবেই আমি এগিয়ে যাই।

উল্লেখ্য, অভিনেতা তাঁর ছেলেকে নিয়ে নানা অনুষ্ঠানে মাঝেমধ্যেই যান। অন্যদিকে, সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন শাহরুখ নিজেই। সন্তান দত্তক নিয়েছেন এমন তারকাও কম নেই।

bollywood Entertainment News Tusshar Kapoor