টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নানা ঘটনা ঘটেই থাকে। তাঁর মধ্যে প্রেমের ঘটনা এবং বিয়ের ঘটনা নেহাতই নতুন নয়। এবছর যেমন বিয়ে করেছেন বেশিরভাগ তেমনই নানা ঘটনা ঘটেছে টলিপাড়ার বুকে। তাঁর মধ্যেই জানা গিয়েছিল অভিনেত্রী সুরভীর সঙ্গে বিচ্ছেদ হয়ে অভিষেক বসু আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন।
অভিষেক বসু যিনি জনপ্রিয় নেতাজি হিসেবে, তিনি এর আগেও বহুবার সম্পর্কে জড়িয়েছেন। টেলিভিশনের অভিনেত্রী শ্রীমার সঙ্গে সীমা রেখা সিরিয়ালে অভিনয়ের সময় তাঁর সম্পর্ক ছিল গাঢ়। যদিও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। এবং তাঁর সঙ্গে সঙ্গে সুরভীর সঙ্গে বহুবছর মিষ্টি সম্পর্ক থাকলেও অভিনেত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। জানা গিয়েছে নিজের সমাজ মাধ্যম থেকে নাকি সুরভীর ছবি ডিলিট পর্যন্ত করেছেন।
যদিও, সুরভীর একাউন্ট ঘাঁটলে দেখা যাবে, এখনও তাঁদের সুখী সময়ের কিছু ছবি বহাল। আর এর মধ্যেই জানা যাচ্ছিল, অভিষেক তাঁর ফুলকি সহ অভিনেতা শার্লি মোদকের প্রেমে পড়েছেন। এবং, শার্লি নিজেও তাঁর বহুবছর সম্পর্কের ইতি ঘটিয়ে নতুন জীবন শুরু করেছেন। এবং ধীরে ধীরে যে অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক দানা বাঁধছে একথাও অনেকেই দাবি করছেন। কিন্তু শার্লি জানিয়েছেন, এখন আর এক নিয়ে কিছুই ভাবছেন না তিনি। প্রেমে বিনিয়োগ করার কথা ভাবছেন না তিনি। আর আজ তাঁর জন্মদিনে অভিষেকের পোস্ট আরও অনেক জল্পনা উস্কে দিয়েছে।
যদিও, পোস্টে শার্লি যে তাঁর বন্ধু একথাই বারবার বলে গিয়েছেন তিনি। অভিনেতা লিখছেন... "তুমি যেভাবে চিন্তা কর তার জন্য তুমি সুন্দর। তুমি তোমার শৃঙ্খলা এবং দৃঢ়তার জন্য সুন্দর। তুমি যখন পছন্দসই কিছু সম্পর্কে কথা বল তখন তোমার চোখে ঝলকানির জন্য তুমি সুন্দর। তুমি দুঃখ পেলেও অন্যকে হাসানোর ক্ষমতার জন্য সুন্দর। না, তুমি শুধু তোমার চেহারার জন্য সুন্দর নয়, তুমি তোমার আত্মার গভীরে সুন্দর। প্রতিদিন তোমার জীবনে ইতিবাচক কথা বলা, বড় চিন্তা করা, নিরাময়ের কথা ভাব, সাফল্যের কথা ভাব। শান্তির কথা ভাব, সুখের কথা ভাব, বৃদ্ধি চিন্তা করেন। সর্বদা ইতিবাচক শক্তি দিয়ে তোমার দিন শুরু কর, তোমার এটি প্রাপ্য, তুমি সুন্দর ... শুভ জন্মদিন বন্ধু...।"
তাঁর এই পোস্ট সমাজ মাধ্যমে ভাইরাল। আর এই পোস্টে শার্লি নিজেও ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু অভিষেকের পোস্টে বহু মানুষ, এমনও বলেছেন - "এটা নিয়ে কত নম্বর? আপনি পারেন।" আবার কেউ বললেন, "এখন এবার এর সঙ্গে।"