Arjun Bijlani-Neha Swami : 'পরিস্থিতির কারণে আমাকে এমন একটি কঠিন...', ১২ বছরের দাম্পত্যে ইতি অর্জুন-নেহার?

Arjun Bijlani Divorce Rumour: দীর্ঘ ১২ বছরের দাম্পত্যে ইতি টানছেন অর্জুন-নেহা? জীবনের কোন সিদ্ধান্ত নিতে হল অর্জুনকে? সোশ্যাল মিডিয়া পোস্টে প্রকৃত কারণ বাতলে দিলেন অভিনেতা।

Arjun Bijlani Divorce Rumour: দীর্ঘ ১২ বছরের দাম্পত্যে ইতি টানছেন অর্জুন-নেহা? জীবনের কোন সিদ্ধান্ত নিতে হল অর্জুনকে? সোশ্যাল মিডিয়া পোস্টে প্রকৃত কারণ বাতলে দিলেন অভিনেতা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

সত্যিই বিচ্ছেদ নাকি...?

Arjun Bijlani-neha swami Divorce Rumour: হিন্দি ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় অভিনেতা অর্জুন বিজলানি। ছোট পর্দায় অর্জুনের দাপুটে অভিনয় বারবার দর্শকের দিল জিতে নেয়। একইসঙ্গে স্ত্রী নেহার সঙ্গে অর্জুনের সম্পর্কের মিষ্টি সমীকরণেও মুগ্ধ এই জুটির ভক্ত। সম্প্রতি, অর্জুন একটি ইঙ্গিতপূর্ণ ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যেখানে তিনি একটি ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথা বলেন। এই ঘোষণার পরই অনেকের মনে দানা বাঁধে সন্দেহ। দাম্পত্যে ইতি টানার ইঙ্গিত দিচ্ছেন অর্জন? এমন প্রশ্নও জাগে ভক্তদের মনে। পরে অবশ্য বোঝা যায় এটি সম্পূর্ণ প্রচারকৌশল। পুরো বিষয়টি আসলে একটি রিয়েলিটি শোয়ের স্বার্থে। 

Advertisment

অশ্বিনী গ্রোভারের নতুন রিয়েল্যাটি শোয়ে অংশ নিচ্ছেন অর্জুন বিজলানি। বিগত ১২ বছর নেহার সঙ্গে সুখী দাম্পত্য। তাই অর্জুন বিজলানীর সাম্প্রতিক রহস্যময় ভিডিও সকলকে চমকে দেয়। পরে কয়েক ঘণ্টার মধ্যেই একটি ইনস্টাগ্রাম পোস্টে নতুন শো 'সাস বাহু সাযিশ'-এর কথা প্রকাশ্যে আনেন। অনুষ্ঠানটি এমএক্স প্লেয়ারে স্ট্রিমিং হবে। ‘কঠিন সিদ্ধান্ত’ সংক্রান্ত পোস্টটি ছিল সোশ্যাল মিডিয়া পিআর ক্যাম্পেইনের অংশ। কিন্তু, অর্জুনের আবেগঘন বার্তায় সকলে চমকে গিয়েছিল সে কথা বলাইবাহুল্য। 

২১ আগস্ট অর্জুন একটি ভিডিও শেয়ার করেন। যেখানে তিনি জানান যে তিনি সবসময় নিজের জীবনের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তাই বর্তমানের পরিস্থিতির কথাও সকলকে জানাতে চান। তাঁকে এবং তাঁর পরিবারকে সমর্থন করার জন্য ভক্তদের সবসময় ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন তাঁর কাছে পরিবার বিশেষ করে স্ত্রী ও সন্তান জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাঁরা সবসময় সুখে-দুঃখে তাঁর পাশে থেকেছেন। তবে পরিস্থিতির কারণে তাঁকে এমন একটি পথে বেছে নিতে হবে তা কখনও ভাবেননি।

Advertisment

অর্জুন লেখেন, 'আমার জীবনে যখনই কিছু ঘটে আমি সবসময় আপনাদের সঙ্গে তা ভাগ করে নিই। আর এবারও সেটাই করতে চাইলাম। কারণ এখন আমার জীবনে অনেক কিছু ঘটছে। প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাতে চাই, সবসময় আমার এবং আমার পরিবারের পাশে থাকার জন্য। আপনারা জানেন আমার কাছে পরিবার কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমার স্ত্রী ও সন্তানরা। জীবনের সব পরিস্থিতিতে ওঁরা সবসময় আমার সঙ্গে থেকেছে। কিন্তু, পরিস্থিতির কারণে আমাকে এমন একটি ভিন্ন পথে হাঁটতে হচ্ছে, যা আমি কখনও ভাবিনি।'

অর্জুন আরও জানান, তৃতীয় ব্যক্তির কাছ থেকে শোনার আগে খবরটা তিনি নিজেই দিতে চান। জীবনের পরিস্থিতি মাঝে মাঝে মানুষকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে, আর এটাই তাঁর জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত। যদিও তিনি স্পষ্ট করে কিছু জানাননি। এমনকি উত্তেজনা জিইয়ে রেখে অনুরোধ করেন কেউ যেন কিছু অনুমান না করে। খুব শিগগিরই সবকিছু পরিষ্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। যেমন কথা তেমন কাজ। 

arjun bijlani hindi serial