/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/devoleena-bhatacharjee-759.jpg)
রাজেশ্বর উদানি খুনের মামলায় জেরার মুখে এই নায়িকা
মুম্বইয়ের হীরে ব্যবসায়ী রাজেশ্বর উদানির খুনের মামলায় জেরা করা হল টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যকে। গত ৪ ডিসেম্বর, ৫৭ বছরের হীরে ব্যবসায়ীর দেহ খুঁজে পাওয়া যায় ঝোপের মধ্যে, পানভেল এলাকায়। ঘটনায় রাজনৈতিক নেতা শচীন পাওয়ার ও এক সাসপেন্ড পুলিশ কনস্টেবল দীনেশ পাওয়ারকে হেফাজতে নেয় মুম্বই পুলিশ। ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দেবলীনা বলেন, তিনি এই খুনের সঙ্গে জড়িত নয়। তাঁকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে যায়।
Hello frens...thanks for your love & caring..I am safe & home nd there is nothing to get worried about..It was an investigation as I know the person who got killed..an official statement has been already given by the department..All is well!!:)
— Devoleena Bhattacharjee (@Devoleena_23) December 8, 2018
গুয়াহাটির মেয়ে দেবলীনা টেলিভিশনে ডেবিউ করেন সাওয়ারে সবকে স্বপ্নে প্রীতো টেলিসিরিজে। তিনি বলেন, ''আমি ওনাকে চিনতাম ও গতমাসে দেখাও হয়েছে আমাদের। পুলিশ কিছু সাধারণ বিষয়ে প্রশ্ন করতে ডেকেছিল আমাকে''। এই মর্মে তার অনুরাগীদের উদ্দেশ্যে টুইটও করেন নায়িকা। সাওয়ারে সবকে স্বপ্নে প্রীতো শোয়ের মাধ্যমেই টেলিভিশনে ডেবিউ করেন তিনি। এরপর সাথ নিভানা সাথিয়ার, গোপী বহু হিসাবে বিখ্যাত হন দেবলীনা। তবে রাজেশ্বর উদানির নিখোঁজ হওয়ার সাতদিন পর তার পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। মোবাইল নেটওয়ার্কের শেষ জায়গা ছিল মুম্বইয়ের পানভেল। শোনা যাচ্ছে, বিনোদন জগতের অনেকের সঙ্গেই যোগাযোগ ছিল এই হীরে ব্যবসায়ীর।
Read the full story in English