/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/road1.jpg)
দুর্ঘটনায় শিকার অভিনেতা
ভোরবেলায় ঘটে গেল দুর্ঘটনা। না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা। শোকের ছায়া সিনেমাহলে! যেন বিশ্বাস করতে পারছেন না কেউই। দুর্ঘটনায় প্রাণ গেল এক অভিনেতার।
মালায়ালাম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা কল্লাম সুধি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। ভোর সাড়ে চারটে নাগাদ গাড়ি অ্যাকসিডেন্টে মৃত্যু হয়েছে তাঁর। তার সঙ্গেই গাড়িতে উপস্থিত ছিলেন আরও তিনজন। গুরুতর জখম হয়েছেন তাঁরা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৩৯ বছর।
আরও পড়ুন < টেলিভিশনের দুনিয়ায় ভয়ঙ্কর দুঃসংবাদ! প্রয়াত মহাভারতের ‘শকুনি মামা’ গুফি পেন্টাল >
পুলিশ সূত্রে খরব, সকাল সাড়ে ৪টে নাগাদ একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তাঁর। সকলের মাথায় আঘাত লাগে। কিন্তু একমাত্র মৃত্যু হয়েছে সুধির। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের সংকট কাটেনি, রাখা হয়েছে চিকিৎসাধীন। ছবির সঙ্গে সঙ্গে টেলিভিশনের দুনিয়াতেও বেজায় জনপ্রিয় ছিলেন তিনি।
আরও পড়ুন < শাহরুখের সিনেমা বলে কথা, পাক-অভিনেতাকে মাত্র ১ টাকায় কিনেছিলেন কিং খান! >
শিল্পী তাঁর কমেডি চরিত্রের কারণেই নজর কেড়েছিলেন। শুধু তাই নয়, অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতাদের সঙ্গেও। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সেখানের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।