জনপ্রিয় টেলিভিশন তারকা কুশল পাঞ্জাবি প্রয়াত। সম্প্রতি ইস্ক ম্যায় মরজাওয়া ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। মুম্বইয়ে বান্দ্রা ওয়েস্টে তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয় ঝুলন্ত মৃতদেহ। পুলিশের অনুমান, বৃহস্পতিবার রাত ১১.১০ নাগাদ বাড়িতেই আত্মঘাতী হন তিনি। বান্দ্রা থানায় দুর্ঘনটার মৃত্যু সংক্রান্ত কেস দায়ের করা হয়েছে। মুম্বই পুলিশের মুখপাত্র ডিসিপি প্রণয় অশোক বলেন, এখনও পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।
১৯৯৭ সালে শ্বেতা শেট্টির গান 'দিওয়ানে তো দিওয়ানে হ্যায়'-র ভিডিওতে পর্দায় অনুপ্রবেশ কুশল পাঞ্জাবি। 'ঝলক দিখলা জা' এবং 'ফিয়ার ফ্যাক্টর'-এর মতো রিয়্যালিটি শোয়েও অংশ নিয়েছেন তিনি। 'কসম সে', 'দেখো মাগর প্যার সে' এবং 'কভি হা কভি না'-এর মতো জনপ্রিয় টেলিভিশন শো করেছেন কুশল। 'লক্ষ্য', 'ধন ধনা ধন গোল', 'কাল' ও 'সালাম এ ইস্ক'-এর ছবিতে কাজ করেছেন তিনি।
আরও পড়ুন, পথশিশুদের সিক্রেট স্যান্টা ঋষি কৌশিক, ভোরের কলকাতায় দিলেন উপহার
করণবীর বোহরা এদিন সোশাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট করেছেন। শ্বেতা তিওয়ারি, রবি দুবে, হিতেন তেজওয়ানি এবং শালীন ভানোট-ও নিজেদের হতচকিত হওয়ার বার্তা দিয়েছেন ইনস্টাগ্রামে।
আরও পড়ুন, আমার শিক্ষা অত নয় যে সিনেমার মাধ্যমে কাউকে শিক্ষিত করব: রাজা চন্দ
কুশল পাঞ্জাবি রেখে গেলেন অড্রে ডোলহেন এবং ছেলে কিরণকে। তবে কুশল কেন আত্মহত্যা করলেন তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।