বিচ্ছেদের যন্ত্রণা শিকেয় তুলে নতুন শুরু, বঙ্গ-তনয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে অভিনেতা..

Rashami Desai’s ex husband: নন্দীশ এর আগে অভিনেত্রী রশ্মি দেশাইর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১২ সালে তাদের বিয়ে হয়, কিন্তু তিন বছর পরই বিচ্ছেদ ঘটে।

Rashami Desai’s ex husband: নন্দীশ এর আগে অভিনেত্রী রশ্মি দেশাইর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১২ সালে তাদের বিয়ে হয়, কিন্তু তিন বছর পরই বিচ্ছেদ ঘটে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
nandish

বিয়ের পিঁড়িতে রেশমির প্রাক্তন...

Rashami Desai's ex and television actor Nandish Sandhu: টেলিভিশন অভিনেতা নন্দীশ সান্ধু আবার আলোচনার কেন্দ্রে। নিজের সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানিয়েছেন, গত মাসে অভিনেত্রী কবিতা ব্যানার্জির সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে।

Advertisment

নন্দীশ ইনস্টাগ্রামে বাগদত্তা কবিতার সঙ্গে একাধিক মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে লিখেছেন, "হাই পার্টনার, তুমি কি তৈরি?" সঙ্গে দিয়েছেন একটি বিশেষ তারিখ: ০৫/০৯/২৫। কবিতা নিজেও সেই স্টোরি রিপোস্ট করেছেন, যেখানে দু’জনকে হাত ধরে থাকতে দেখা গিয়েছে, কবিতার আঙুলে ঝলমল করছে বাগদানের আংটি।

Deepika Padukone: 'আমি অন্যায় দাবি করিনি...', পুরুষতান্ত্রিক কঠোর নিয়মকে বুড়ো আঙ্গুল দীপিকার

Advertisment

উল্লেখ্য, নন্দীশ এর আগে অভিনেত্রী রশ্মি দেশাইর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১২ সালে তাদের বিয়ে হয়, কিন্তু তিন বছর পরই বিচ্ছেদ ঘটে। জনপ্রিয় সিরিজ 'উত্তরণ'-এর সেটে কাজ করতে করতেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

এক সাক্ষাৎকারে প্রাক্তন স্ত্রী রশ্মির সঙ্গে বিচ্ছেদ নিয়ে নন্দীশ বলেন, “আমার মনে হয়, এটা আমাদের দুজনের পক্ষেই সঠিক সিদ্ধান্ত ছিল। আমাদের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি আর মানসিকতা মিলত না। খুব অল্প বয়সে, না ভেবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তীতে বুঝেছিলাম আমরা একে অপরের সঙ্গে মানিয়ে নিতে পারছি না।”

Raghav Juyal: 'স্ক্যানার পার করতে হয়েছিল', রাঘবকে কাজের লোক ভেবেছিলেন মন্নতের সবাই! শাহরুখের বাড়িতে হাসির পাত্র অভিনেতা?

বিয়ে পরবর্তী সময়ের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “একসঙ্গে থাকতে শুরু করার পর বুঝেছিলাম আমাদের মধ্যে প্রয়োজনীয় সামঞ্জস্যতা নেই। মতভেদ মেনে নেওয়ার পরিপক্বতাও তখন আমাদের ছিল না।”

নন্দীশ সান্ধু “উত্তরণ” (২০০৯-২০১২), “ফির সুবাহ হোগি” (২০১২), “বেইনতেহা” (২০১৪) এবং “গ্রহন” (২০২১)-এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। বড়পর্দায় তাকে দেখা গেছে “সুপার ৩০” (২০২১) ও “জুবিলি” (২০২৩)-এ। অন্যদিকে, কবিতা ব্যানার্জি অভিনয় করেছেন “তেরি মেরি ইক জিন্দগি” (২০২১), “এক ভিলেন রিটার্নস” (২০২২) এবং সাম্প্রতিক “দিব্যা প্রেম – পেয়ার অর রহস্য কি কাহানি” (২০২৫) ছবিতে।

bollywood Entertainment News Entertainment News Today