Tv actor Samir Soni: কথায় বলে না, সবার সঙ্গে সব মশকরা এবং রসিকতা করতে নেই। আর অন্তত, পশু পাখিদের বিরক্ত করা, কিংবা তাঁদের সঙ্গে অদ্ভুত আচরণ করা, এগুলো কিন্তু বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে যারা ওয়াইল্ড লাইফের সঙ্গে জড়িত না, তাঁরা কিন্তু, সমস্যায় পড়তে পারেন সহজেই।
সারা বিশ্বে এমন পশু পাখি গবেষণা কেন্দ্র কম নেই, যেখানে বন্য পশু থেকে নানা পাখি কিংবা সরীসৃপের সঙ্গে কানেক্ট করেন মানব জাতি। তাঁদেরকে হাতে নিয়ে, কাঁধে বসিয়ে ছবি তোলেন, তাঁদের অনুভব করেন। নেহাতই সহজ কথা নয় সেসব। আর এমন ছবি তারকাদের প্রোফাইলে মাঝে মধ্যেই দেখা যায়। তবে, এবার অভিনেত্রী নিলম কোঠারীর স্বামী সমীর সোনি যা কান্ড করলেন....
আরও পড়ুন - Tv actress Srishty Rode: বিদেশের বুকে গুরুতর রোগে আক্রান্ত টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী, ভিসা শেষ হতেই বুঝলেন নরকযন্ত্রণা...
সমীর সোনি অভিনয় করেছেন বহু জনপ্রিয় ছবিতে। তাঁর মধ্যে প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যাশন, বাগবান, বিবাহ অন্যতম। টেলিভিশনের 'পরিচয়', তাঁর অন্যতম জনপ্রিয় কাজ। তিনি চর্চিত মুখ। বিশেষ করে নীলমের সঙ্গে ফ্যাবুলাস লাইফ অফ বলিউড ওয়াইভসে দেখা গিয়েছে তাঁকে। এবার ছোট্ট একটা পাখির কাণ্ডে ভয়ে হাত পা অসাড় তাঁর! রীতিমতো চিৎকার করতে লাগলেন অভিনেতা। আর তাঁর সামনে দাঁড়িয়ে হাসছেন স্ত্রী এবং কন্যা। কী কান্ড হল?
আসলে সপরিবারে ঘুরতে গিয়েছেন তাঁরা। আর সেখানেই দেখা গেল ছোট্ট একটা শালিক পাখি তাঁর কাঁধে বসে আছে এবং ক্রমাগত তাঁর চুল থেকে কান সর্বত্র কামড়ে বেড়াচ্ছে। অভিনেতা ভয়ে জড়সড়। তাঁকে বলতে শোনা গেল, "দেখেছ! কেমন অদ্ভুত? ও আমার কাঁধে এসেই বসেছে। আর ক্রমশ দেখ, আমার কানের কাছে আসছে।" বলতে না বলতেই কাজ! সেই শালিক পাখিটা দিল কানের মধ্যে এক কামড়। আর অভিনেতা চিৎকার করে বলে উঠলেন, "এই! আমি তোমার সঙ্গে কী এমন করলাম বলো? যে তুমি আমায় কামড়াচ্ছ।"
যদিও একবার না! বরং বহুবার... অভিনেতার কানে কামড়ে যে কী মজা পেয়েছে সে তা বোঝা সম্ভব না। কিন্তু, সমীরের যে অবস্থা কাহিল ওই দস্যু পাখির কাণ্ডে, সেকথা পরিষ্কার। নিজেই সমাজ মাধ্যমে শেয়ার করেছেন সেই ছবি। যেখানে লেখা... "সাফারিতে। যখন, তোমার সেই দিনটা ভাল না।"