টলিপাড়ার বুকে ফের গন্ডগোল। একের পর এক পরিচালক ক্রমাগতই টেকনিশিয়ান এবং ফেডারেশনের ঝামেলার মুখে পড়ছেন, এবং তাতেই ব্যাহত হচ্ছে শুটিং। টেলিভিশনের শুটিং যেখানে অনেক মানুষদের পেটে খাবার জোগায়, সেখানে ফের একবার পরিচালক শ্রীজিত রায়ের শুটিং ফ্লোর ঘিরে বিতর্ক।
দিন দুয়েক আগেই তিনি জানিয়েছিলেন, তাঁর পরবর্তী সিরিয়ালের শুটিং ফ্লোর যেটি ডিজাইন করা হচ্ছিল সেটি ভেঙে দেওয়া হয়েছে। শনিবার রাত থেকেই শোনা যাচ্ছিল তারা নাকি পরিচালকের সঙ্গে রীতিমতো অসহযোগিতা করছেন। এমনকি আর্ট সেটিং গিল্ডের সদস্যরা এও জানিয়েছিলেন, যে আর তাঁর শুটিং ফ্লোর ডিজাইন করবেন না তাঁরা। ফলে, সমস্যা দেখা দিতে শুরু করে। শ্রীজিত যিনি নিজেও ডিরেক্টরস এসোসিয়েশনের সদস্য, তিনি জানিয়েছিলেন খুব সুন্দরভাবেই কাজ চলছিল তাঁর। এমনকি, অনেকটা ডিজাইন করাও হয়ে গিয়েছিল। কিন্তু সোমবার থেকে তিনি আন্দাজ করতে শুরু করেছিলেন যে কিছু একটা সমস্যা হয়েছে। অভিযোগ এমন করা হয়, যে তিনি পরিচালক বনাম টেকনিশিয়ানদের বিবাদের সময় এমন মন্তব্য করেছিলেন, যে কারণেই এই অসঙ্গতি।
পরিচালক সাফ জানিয়েছিলেন, যে তাঁর আর্ট গিল্ডের সঙ্গে কোনো খারাপ সম্পর্ক নেই। তাহলে কেন তাঁরা এই কান্ড করবেন? পরিচালকের কথায়, তাঁরা কারওর কথায় প্ররোচিত হয়েছেন। কিন্তু এই ঘটনায় যে টেলিভিশনের শুটিং ফ্লোরে আবারও অশান্তি হতে চলেছে এমনটাই মনে করছেন বাকিরা। আর এই কারণে গতকাল দাসানি স্টুডিওতে পৌঁছেছিলেন পরিচালকরা। কিন্তু এই ঘটনার প্রসঙ্গে এবার কী বলছেন টলিপাড়ার অন্যান্য পরিচালকরা?
রাজ চক্রবর্তী সংবাদমাধ্যমে জানিয়েছেন, "এর আগে যে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁরা কিন্তু সমাধান করে দিয়েছিলেন। তাহলে কেন ফের একবার কাজ বন্ধের কথা উঠছে আমি সেটাই বুঝতে পারছি না। এমনকি মাননীয়া মুখ্যমন্ত্রী, বারবার বলেছেন যে কোনোভাবেই কাজ বন্ধ হবে না, তাহলে কেন এই বিষয়টা হচ্ছে? আমরা একটা পরিবারের মত, ইন্ডাস্ট্রির সকলে একটা পরিবার। শ্রীজিত বারবার বলেছে, যে আমি যদি কিছু বলে থাকি, কোনও অন্যায় করে থাকি তাহলে আমায় বলুন, প্রমাণ দিন, আমি সকলের কাছে ক্ষমা চাইব। কিন্তু, যদি না বলতে পারে তাহলে আমার কাছে আসুন। এতবছর ধরে ও কাজ করছে। প্রায় ১৫/১৬টা সিরিয়াল করেছে ও। ওর সঙ্গে প্রায় তিনশো টেকনিশিয়ান কাজ করে। আমার একটাই কথা, টেকনিশিয়ানরা বলছে ওরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কমিউনিকেট করতে পারবে, তবে আমার মনে হয় ছোট ছোট বিষয়ে তাঁকে না জড়ানোই ভাল।"
অন্যদিকে, পরিচালক বনাম টেকনিশিয়ান বিবাদে বারবার দিদি জানিয়েছিলেন যে সমস্যার সমাধান করতে কথা বলতে হবে। দায়িত্ব দেওয়া হয়েছিল টলিপাড়ার বড় তারকাদের। তবে, এখনও কেন কোনও সমস্যার সমাধান ফেডারেশনের তরফে হল না, সেই নিয়েই সুদেষ্ণা রায় বলছেন, "সেই সময় যখন কমিটি গঠন করা হল, তখন আমরা এক মাস অপেক্ষা করেছিলাম। বারবার, কমিটির সদস্যদের চিঠি দিয়েছিলাম যে আপনারা কতদূর এগোলেন, যদি কোনও সাহায্য লাগে আমাদের বলুন। কী হল এটাই জানতে চেয়েছিলাম। কিন্তু উত্তর আসেনি।"