Arjun Bijlani: লক্ষ লক্ষ টাকার প্রতারণা! 'সর্বস্ব হারিয়েও', চরম সত্যি সামনে আনলেন অভিনেতা

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্জুন সেই দুঃসময়ের কথা স্মরণ করে বলেন- "আমাদের জীবন তখন আর্থিক সংকটে। রাতারাতি সব পাল্টে গিয়েছিল। আগে যেখানে আমরা শহরে নিজেদের ..."

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্জুন সেই দুঃসময়ের কথা স্মরণ করে বলেন- "আমাদের জীবন তখন আর্থিক সংকটে। রাতারাতি সব পাল্টে গিয়েছিল। আগে যেখানে আমরা শহরে নিজেদের ..."

author-image
IE Bangla Entertainment Desk
New Update

কোন সত্যি সামনে আনলেন?

‘মিলে জব হাম তুম’ এবং ‘পরদেশ মে মিলা কোই আপনা’ মতো জনপ্রিয় টিভি শোতে অভিনয় করে অর্জুন বিজলানি নিজের জন্য বিশেষ পরিচিতি তৈরি করেছেন। তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। মাত্র ১৯ বছর বয়সে বাবাকে হারানোর পর তিনি পরিবার সহ প্রবল আর্থিক সংকটে পড়েছিলেন।

Advertisment

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্জুন সেই দুঃসময়ের কথা স্মরণ করে বলেন- "আমাদের জীবন তখন আর্থিক সংকটে। রাতারাতি সব পাল্টে গিয়েছিল। আগে যেখানে আমরা শহরে নিজেদের ২ বিএইচকে বাড়িতে থাকতাম, গাড়ি ব্যবহার করতাম, হঠাৎ করেই সব বিক্রি করতে হয়েছিল। মাহিম থেকে আমাদের মালাডে সরে যেতে হয়, যেখানে আমি মা ও ভাইয়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতাম। তখন অডিশনের জন্য ট্রেনে যেতে মায়ের থেকে ১০০ টাকা চাইতাম।"

অভিনেতা জানান, তার প্রথম ফটোশুট করানোর জন্যও মায়ের গয়না বন্ধক রাখতে হয়েছিল। বলেন, “আমার প্রথম পোর্টফোলিওর জন্য প্রায় ৮ হাজার টাকা দরকার ছিল। পরে টাকার প্রয়োজন বাড়লে মায়ের সোনা বিক্রি করতেও বাধ্য হই। তবে উপার্জন শুরু করার পর প্রথম কাজ ছিল মাকে আবার গয়না কিনে দেওয়া।" 

Advertisment

অর্জুন আরও জানান, টেলিভিশনে কাজ শুরু করার পরও চড়াই-উতরাই শেষ হয়নি। সঞ্চিত টাকা দিয়ে বাড়ি কিনতে গিয়ে এক ঘনিষ্ঠ বন্ধুর প্রতারণার শিকার হন। “আমার এক বন্ধু নগদ টাকা নেওয়ার অজুহাতে প্রায় ৩০-৩৫ লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যায়। তখন সেটা ছিল আমার সব সঞ্চয়। বাড়ি কেনার স্বপ্ন ভেঙে গিয়েছিল,” বলেন অভিনেতা।

তবে ভাগ্যের চাকা ঘুরে যায় ‘মিলে জব হাম তুম’-এর সাফল্যের পর। সেই জনপ্রিয়তার জোরেই তিনি অবশেষে নিজের বাড়ি কিনতে সক্ষম হন।

ব্যক্তিগত জীবন নিয়েও অর্জুন স্পষ্টভাবে কথা বলেছেন। স্ত্রী নেহাকে নিয়ে বিবাহবিচ্ছেদের গুজব খণ্ডন করে তিনি বলেন, “আমার সঙ্গে সম্পর্কিত অনেক কিছুই ওর নামে রয়েছে। এমনকি বাড়িটিও আমাদের যৌথ মালিকানায়। আমাদের সম্পর্ক ভাঙবে?”

Entertainment News Today Entertainment News