Advertisment
Presenting Partner
Desktop GIF

গর্ভের সন্তানের জন্যই আইনি বিদ্বেষ, জীবনের চরম ভুল আজও কাঁটা দেয় নবনীতাকে!

কী এমন হয়েছিল যে সেই ঘটনা আজও ভোলেন নি তিনি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Tv gossip: Bengali actress nabanita Chatterjee shared her life incident

নবনীতা

কাজ পেতে অসুবিধা হয় নি, কিন্তু তারপর! অভিনেতা অভিনেত্রীদের জীবনে নানা ঘটনা থাকে। শুধু কাজ পাওয়াই স্ট্রাগল? একেবারেই না! সেটিকে সুন্দর ভাবে পরিচালনা করাটাও একধরনের স্ট্রাগল।

Advertisment

নিজের কতটা অধ্যবসায় থাকলে, এতটা অসুবিধা সত্বেও মানুষ দিনের পর দিন কাজ করতে পারেন। অভিনেত্রী নবনীতা চট্টোপাধ্যায় যেন তারই প্রমাণ। জীবনের একটি ভুল, আর তারপরই মাশুল গুনতে শুরু করলেন তিনি। বর্তমানে তিনি অভিনেতা রাজা চট্টোপাধ্যায়ের স্ত্রী। কিন্তু, একসময় তাঁকে যা পেরোতে হয়েছে। নিজেই বললেন সেকথা...

বেশিরভাগ অভিনেত্রীর আফোসস থাকে এমনই, যে কাজ পেতে অসুবিধা হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে। তবে, নবনীতার ঠিক সেরকম অভিজ্ঞতা নয়। তিনি একটি শোয়ে বলেন..

আরও পড়ুন - লিভ-ইন করতেন নিজেও, কিন্তু করিনার বেলায় যত কাণ্ড ! লোকসমাজে যা করেছিলেন শর্মিলা…

" মিথ্যে বলে লাভ নেই। আমার কাজ পেতে অসুবিধা হয়নি। স্টুডিওতে পা রাখতেই আমার সুযোগ হয়। তারপর, যেহেতু ভাল পরিচালকদের সঙ্গে কাজ করেছিলাম তারা অনেক সুযোগ করে দিতেন। কিন্তু, এরপর যে ভুল করলাম। আমি পালিয়ে গিয়ে বিয়ে করলাম। একবছরের মধ্যে মেয়ে হল। কিন্তু, শ্বশুরবাড়িতে তারা আমার প্রফেশনটাকে সম্মানের চোখে দেখত না। ওরা বসে সিরিয়াল দেখতেন, কিন্তু আমি মানে বাড়ির বউ এটা করবেন সেটা মানতে পারতেন না। এসময়, আমি অনেক কিছু সহ্য করেছি। অনেক স্ট্রাগল করে নিজেকে দাঁড় করিয়েছি।"

তারপর? অভিনেত্রীর জীবনের গল্প এখানেই শেষ নয়। মেয়েকে নিয়ে অনেক যুদ্ধ চলেছে তাঁর। বললেন, "আমার মেয়েকে নিয়ে একসময় যুদ্ধ শুরু হল। আমার স্বামী একটা সময় বাচ্চাকে নিয়ে কাস্টডির কেস করল। সেই লড়াই চলছে। মেয়ে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে। অনেক কিছু সহ্য করেছি আমি।"

উল্লেখ্য, নানা সিরিয়ালে তাঁকে দেখা যায়। অভিনেত্রী, এখন বেশিরভাগ শাশুড়ি মায়ের ভূমিকায় অভিনয় করেন। এখন, তোমাদের রানী সিরিয়ালে তাঁকে দেখা যাচ্ছে।

tollywood bollywood Entertainment News
Advertisment