Advertisment
Presenting Partner
Desktop GIF

'শাঁখা-পলা-সিঁদুর নিয়ে জ্ঞান দেবেন না!', বিস্ফোরক 'নবপরিণীতা' অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়

কেন নতুন বউয়ের হাতে শাঁখা, পলা নেই? নেটিজেনদের প্রশ্নের উত্তরে পালটা দিলেন টেলিভিশন অভিনেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
twarita

দিন কয়েক আগেই তরুণ কুমারের (Tarun Kumar) নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের (Sourav Banerjee) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ত্বরিতা চট্টোপাধ্যায় (Twarita Chatterjee)। আর এর মাঝেই টেলি-অভিনেত্রীকে শাঁখা, পলা, সিঁদুর পরা নিয়ে 'কটু' কথা শুনতে হল নেটিজেনদের কাছে। সমালোচনায় জড়িয়ে ছেড়ে কথা বলেননি ত্বরিতাও। কষিয়ে মোক্ষম জবাব দিয়েছেন নিন্দুকদের।

Advertisment

হিন্দুরীতিতে বিয়ের পরই নারীদের ভূষণে শাঁখা, পলা, সিঁদুর পরা অত্যাবশকীয়। যে প্রচলিত বিশ্বাস একপ্রকার 'সামাজিক ট্যাবু' হয়েই দাঁড়িয়েছে। বিবাহিত হিসেবে চিহ্ন কী শুধু নারীদের ক্ষেত্রেই বাঞ্ছনীয়, পুরুষদের ক্ষেত্রে নয়? এই প্রশ্ন বারবার ঘুরেফিরে এসেছে। তাই আজও বোধহয় বিবাহিতা নারীর আভূষণে শাঁখা, পলা, সিঁদুর ঠাঁই না পেলেই, তাঁর দিকে উড়ে আসে প্রশ্নবাণ। ত্বরিতা চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও তাঁর অন্যথা হয়নি।

সম্প্রতি এক বন্ধুর বিয়েতে গিয়েছিলেন 'রাণী রাসমণি'র অভিনেত্রী। সঙ্গে ছিলেন স্বামী সৌরভ বন্দ্যোপাধ্যায়ও। বন্ধুর বিয়েতে হাজির হয়ে সৌরভের সঙ্গে ত্বরিতার ছবি প্রকাশ্যে উঠে আসার পর থেকেই শুরু হয় কটাক্ষ। নবপরিণীতা অভিনেত্রীকে দেখা গিয়েছে গোলাপি-হলুদ শাড়ি পরে, ছিমছাম গয়নায় সাজতে। সিঁথিতে সিঁদুর রয়েছে। বিয়ের মেহেন্দিও বেশ গাঢ়। কিন্তু হাতে শাঁখা-পলা নেই। শুধু একটি বালা মাত্র পরা। আর ঠিক এই বিষয়টিই নজরে এসেছে নেটিজেনদের। অতঃপর অনেকেই অভিনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি। কেন নতুন বউয়ের হাতে শাঁখা, পলা নেই? প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ।

এরপরই সোশ্যাল মিডিয়ায় নিন্দুকদের উদ্দেশে মোক্ষম জবাব দেন ত্বরিতা চট্টোপাধ্যায়। সোজসাপটা ফেসবুকে জানান, "আমার ফ্রেন্ডলিস্টে থাকা সকলের উদ্দেশে বলা, প্লিজ কেউ শাঁখা, পলা, সিঁদুর নিয়ে জ্ঞান দেবেন না। আমি আবার এত জ্ঞানী হতে তাই না। গুণী হলেই চলবে।" অভিনেত্রীর ওই পোস্ট দেখে অনেকেই সমর্থন করেন তাঁকে। এমনকী যাঁদের কাজ নেই, তাঁরাই এধরণের মন্তব্য করেন বলে অভিমত 'রাণী রাসমণি' অভিনেত্রী ত্বরিতার অনুরাগীরা।

Amar friend list e thaka sokol er udyeshye bola please keu sakha pola sindur niye gyan deben na???? Ami abar eto gyani hotey chai na guni holei cholbe????????????????

Posted by Twarita Chatterjee on Thursday, January 21, 2021

Twarita Chatterjee Sourav Banerjee
Advertisment