শনিবারই শাহরুখ-পুত্র ফিরেছেন বাড়িতে। মন্নতে এখন ভরা সংসার। আঠাশ দিন দৎে বিনিদ্র রজনী কাটিয়ে শেষমেশ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারকাদম্পতি শাহরুখ-গৌরী। সিম্বা আরিয়ানের বাড়ি ফেরা নিয়ে বলিউডেও খুশির জোয়ার। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার বন্যা বইয়ে দিয়েছেন তারকারা। কিন্তুআরিয়ান খানের কাছ থেকে মাদক না পাওয়া সত্ত্বেও কেন এতদিন তাঁকে জেল হেফাজতে রাখা হল? তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ছেলেকে ফিরে পেয়ে যদিও মুখ খোলেননি শাহরুখ (Shah Rukh Khan) কিংবা গৌরী খানের (Gauri Khan) কেউই। তবে এবার আরিয়ানের (Aryan Khan) প্রায় একমাসব্যাপী জেল হেফাজত নিয়ে প্রশ্ন ছুঁড়লেন টুইঙ্কল খান্না (Twinkle Khanna)।
খ্যাতনামা লেখিকা-অভিনেত্রীর প্রশ্ন, "আজকাল গ্র্যাজুয়েশনের থেকেও জামিন পেতে বেশি সময় লাগে বুঝি?" অক্ষয় কুমার-ঘরণি যদিও এর আগে আরিয়ানের জেল হেফাজত হওয়ার পর বিঁধেছিলেন। তবে এবার জেল-মুক্ত হওয়ার পরও ছেড়ে কথা বলেননি টুইঙ্কল। তাঁর কথায়, "বাবাহ! আজকাল তো হোয়াটস অ্যাপে ডায়েট কোক, ওয়াংখেড়ে স্টেডিয়াম কিংবা বিস্ফোরণ, এই ধরণের শব্দগুলো ব্যবহার করতেও ভয় লাগে। পাছে, কোনওদিন আমার ফোন বাজেয়াপ্ত হয়ে যায়, আর আমার কথোপকথনে মিথ্যে রং ছড়ানো হয়!"
<আরও পড়ুন: শাঁসিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী! বিতর্কে পড়ে রাতারাতি মঙ্গলসূত্রের বিজ্ঞাপন সরালেন সব্যসাচী>
এখানেই থেমে থাকেননি টুইঙ্কল। অভিনেত্রী বরাবরই স্পষ্টবাদী। নম্র শব্দচয়নে ব্যক্তিগত মতামত ব্যক্ত করতে পিছপা হন না। এখানেও তাঁর অন্যথা হল না। শাহরুখের ছেলে আরিয়ানের নামোল্লেখ মনা করেই নিজের ব্লগে লিখেছেন, "আজকাল তো চোখ খুললেই চারদিকে কত বিখ্যাত বাবার বিখ্যাত ছেলেপুলে।" তবে প্রতিটা শব্দে যে টুইঙ্কলের নিশানা গেরুয়া সরকার, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। শাহরুখের ছেলের হয়ে সুর চড়ানোর পাশাপাশি সব্যসাচী মুখোপাধ্যায়ের মঙ্গলসূত্রের বিজ্ঞাপন বিতর্ক নিয়েও বিঁধেছেন অভিনেত্রী।
টুইঙ্কল এও যোগ করেছেন যে, "রাতে শোওয়ার আগে আপনারা কখনও গাঁজার তেল মাথায় লাগিয়েছেন? বিদেশে তো জাস্টিন বিবার পিচ নামে এক মাদক ব্র্যান্ড লঞ্চ করতে চলেছেন, সেঠ রোগান গাঁজার ব্যবসা শুরু করেছেন। আমার কাছেও একটা ভাবনা আছে। আচ্ছা কেমন হয়, যদি আমরাও গাঁজার কোনও প্রোডাক্ট লঞ্চ শুরু করি তো?"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন