প্রায় ১৪ বছর পর প্রাক্তন ছবি দিয়েই প্রত্যাবর্তন করেছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। সে ছবি দিয়ে বক্সঅফিসে বাজিমাত করার পর তাঁরা আবার সেই রেকর্ডেরই পুনরাবৃত্তি ঘটালেন তাঁদের নতুন ছবি কৌশিক গাঙ্গুলির দৃষ্টিকোণ দিয়েও। ছবিটির গল্পকথন এবং অভিনয় ইতিমধ্যেই মন জয় করেছে দর্শকদের। ফেসবুক থেকে ট্য়ুইটারে উপচে পড়া প্রতিক্রিয়া আবারও প্রমান করল এই জুটি আজও অন্য়তম সেরা হিসাবেই দর্শকদের কাছে পরিগনিত হন।
পাশাপাশি কৌশিক গাঙ্গুলীর সঙ্গে প্রসেনজিতের প্রথম কাজ হিসাবে একটি বাড়তি উত্তেজনা ছিলই। কাজেই সব মিলিয়ে টানটান উত্তেজনা ছিল ছবির টিম থেকে দর্শকের মধ্য়েও।
সেই প্রসঙ্গে প্রসেনজিৎ ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, "কৌশিক তো ক্লাসের ফার্স্ট বয়। তাই ওর সঙ্গে অনেকদিন ধরেই কাজ করার ইচ্ছে ছিল আমার, কিন্তু হয়ে উঠছিল না। আর কৌশিক সবসময় বলে ঋতুদার কথা তো ছেড়েই দাও, এমনকী সৃজিতও তোমাকে দিয়ে যেসব চরিত্রে অভিনয় করিয়ে নিয়েছে, তার পর তোমাকে দিয়ে কাজ করাতে হলে তেমন ওজনদার চিত্রনাট্য ভাবতে হবে। এরপরেই তৈরি হল দৃষ্টিকোণ।"
মুক্তির পরই বাঙালির অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ছবি। ট্যুইটার ঝড়ের অন্যতম ট্রেন্ড এখন প্রসেনজিত ঋতুপর্ণার দৃষ্টিকোণ। দেখুন কে কী বলছে এই ছবি নিয়ে।