আসন্ন অনেকগুলো বাংলা ছবির রিলিজ। ২০ তারিখ রিলিজ করতে চলেছে অনেকগুলো ছবি। তাঁর মধ্যে খদান এবং সন্তান নিয়ে চর্চা তুঙ্গে। যদিও বা দেব এবং রাজের বন্ধুত্বের প্রসঙ্গ এককালে বহু উঠেছে। তবে, বর্তমানে প্রমোশনাল মেটেরিয়াল নিয়ে বিবাদ তুঙ্গে।
রাজ চক্রবর্তী নিজের হিন্দি প্রজেক্টের কাজ ব্যস্ত ছিলেন। সেখানে দেব সারা বাংলা ঘুরে চুটিয়ে প্রমোশন করেছেন। বচসা তখনই বাড়ে যখন রাজ দেবের সংলাপের ডেমো দিয়ে এমন বলে বসেন, "প্রমোশন করে কি হবে? ছবি এমনি হিট।" তারপর থেকেই নানা মন্তব্য সমাজ মাধ্যমে। দেব ভক্তদের মনে হয়েছে পরিচালক সুপারস্টারকে কটাক্ষ করেছেন। যদিও এসব নিয়ে ভাবার সময় রাজের নেই। তাই তিনি পরবর্তীতে একটি ভিডিও বানিয়ে জানান, "কাদের এত অসুবিধা হয়েছে? কারা এরা? আমি আমার ছবির প্রমোশন করব, এত সমস্যা কী?"
কিন্তু তারপরেই দেখা গেল দেব যে কমার্শিয়াল ছবির পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তাঁকে সহমত জানিয়ে পোস্ট করেন সৃজিত মুখোপাধ্যায়। কিন্তু এখানেই লড়াই শেষ না। বাংলা ছবি দেখুন, হলে যান... এই নিয়ে বক্তব্যের শেষ নেই। কিন্তু, এই বাংলা ছবি নিয়েই যে এত কান্ড হবে সেকথা ভাবা যায়? পশ্চিমবঙ্গের দুই দাদার কাছে হাজির হলেন দুই ভাই। অর্থাৎ? রাজ গেলেন ইন্ডাস্ট্রির দাদার কাছে, আর দেব গেলেন খেলার মাঠের দাদার কাছে। সেই নিয়েও আলোচনা।
খাদান বনাম সন্তান বাংলা ছবির পক্ষে আদৌ ভাল কিনা, সেই নিয়ে আলোচনা পরেও হবে। কিন্তু, দেখা যাচ্ছে একদিকে দেব যখন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামীর সঙ্গে টার্ফ ডে, উপলক্ষে একজোট হলেন। সৌরভের সঙ্গে দেবের সম্পর্ক বেশ দারুন। বারবার নিজের ছবি নিয়ে দাদাগিরির মঞ্চে গিয়েছেন তিনি। আর এবার দাদাকেই খাদানের টিশার্ট পড়িয়ে ছবি আপলোড করলেন। দাদার দল এবং খাদানের দলের মধ্যে আসর জমে উঠেছিল।
অন্যদিকে, দেখা যাচ্ছে রাজ চক্রবর্তী গিয়ে হাজির হলেন ইন্ডাস্ট্রির বড়দার কাছে। অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর দ্বারস্থ হলেন তিনি। তাঁর কাছ থেকে আশীর্বাদ নিলেন। শুধু তাই নয়, প্রিয় বুম্বাদা এও জানালেন তাঁর ছবির ট্রেলার খুব ভাল লেগেছে। তাই দুই বাংলা ছবি নিয়ে আলোচনা তুঙ্গে। আর মাঝে যদিও বা আরও দুটি বাংলা ছবি রিলিজ করছে, ৫ নং স্বপ্নময় লেন এবং চালচিত্র। সেই নিয়ে আলোচনা থাকলেও, চর্চায় বাকি দুটি ছবিও রয়েছে।